আলাপ:বাংলাদেশের পৌরসভার তালিকা

সাম্প্রতিক মন্তব্য: Anupamdutta73 কর্তৃক ৩ বছর পূর্বে "পৌরসভা" অনুচ্ছেদে

আঞ্চলিকতা সম্পাদনা

নিবন্ধটি মূলত বাংলাদেশের পৌরসভাসমূহকে নিয়ে তাই এই নিবন্ধের নাম বাংলাদেশের পৌরসভাসমূহের তালিকা হওয়া উচিত। পৌরসভা নিবন্ধটিকে বৈশ্বয়িক দৃষ্টিভঙ্গীতে লেখা উচিত। কারণ পৌরসভা বা মিউনিসিপ্যালিটি বাংলাদেশ ছাড়াও অনেক দেশে রয়েছে, তাদের কথাও নিবন্ধে থাকতে হবে।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:১৯, ১০ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

পৌরসভা পাতাটিকে খুঁজতে গিয়ে আমি বাংলাদেশের পৌরসভা পাতাটি পেয়েছি। আমি জনাব বেলায়েত হোসেন এর বক্তব্য'র সাথে একমত। পৌরসভা পাতাটিকে স্বতন্ত্র ও সমৃদ্ধ পাতা হিসেবে প্রতিষ্ঠিত করা হোক। আর বাংলাদেশের পৌরসভা পাতাটিকে পৌরসভা পাতার সাব-পাতা শ্রেণিভুক্ত করা হোক। একই সাথে বাংলাদেশের পৌরসভাসমূহের তালিকা আলাদা পাতা না বানিয়ে এটাকে বাংলাদেশের পৌরসভা পাতায় ২য় পর্যায়ের শিরোনাম হিসেবে উপস্থাপন করা যেতে পারে।__‍‍ ইমন রেজা (আলাপ) ২১:৫০, ৬ অক্টোবর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

পৌরসভা সম্পাদনা

∆∆ আমি আপনাদের সাথে একমত নিবন্ধ টি বাংলাদেশ কেন্দ্রিক ছিল। আমি পৌরসভার সাধারণ অর্থ রোগ করেছি। Anupamdutta73 (আলাপ) ০৮:৪৩, ২৬ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

"বাংলাদেশের পৌরসভার তালিকা" পাতায় ফেরত যান।