আলাপ:বর্মায় ব্রিটিশ শাসন

সাম্প্রতিক মন্তব্য: Tanay barisha কর্তৃক ৪ বছর পূর্বে "নাম" অনুচ্ছেদে

নাম সম্পাদনা

@শরদিন্দু ভট্টাচার্য্য: দেশটির নাম বার্মা না? আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৫৩, ৮ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান: মহাশয়, [১] এই লিঙ্কটি দেখুন৷ মিয়ানমার-এর নাম "বর্মা" বা "বার্মা" দুটোই ব্যবহার করা যেতে পারে৷ প্রাচীনকালে সংস্কৃত নাম ছিলো "ব্রহ্মদেশ", সেই বিচারে বোধ হয় "বর্মা" নামটিই অধিক গ্রাহ্য৷ তাছাড়া পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে মিয়ানমারের পূর্বনাম "বর্মা" উল্লেখ করা রয়েছে৷ শুধু তাই নয় ভারতীয় বাংলা ঐ একই বোর্ডে দেশটির প্রাক্তন রাজধানী ও বর্তমান বৃৃহত্তর শহরের নাম "রেঙ্গুন" (Rengoon) বা "ইয়াঙ্গন" (Yangon) বলা থাকলেও বাংলা উইকিতে "ইয়াঙ্গুন" উল্লেখ রয়েছে৷ - শরদিন্দু ভট্টাচার্য্য (আলাপ) ১৮:১৪, ৮ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

বিশেষণ হিসাবে ব্যবহার হলে "বর্মি" লেখা হয়। যেমন লীলা মজুমদার এর "পদিপিসির বর্মি বাক্স"। তাই আমার মতে বর্মা হবে। য় (আলাপ) ১৮:৪২, ৮ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

"বর্মায় ব্রিটিশ শাসন" পাতায় ফেরত যান।