আলাপ:ফেসবুক

সাম্প্রতিক মন্তব্য: Tanbiruzzaman কর্তৃক ৮ মাস আগে "সম্পাদনার অনুরোধ, ২৬ জুলাই ২০২৩" অনুচ্ছেদে

এই পৃষ্ঠা এখনও সম্পাদনার পর্যায়ে আছে। অনুগ্রহপূর্বক এটি বাতিল করবেন না। — Redgwan (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

দয়া করে দ্রুত কিছুটা হলেও অনুবাদ করুন, এবং অনুবাদ না করা ইংরেজি লেখাগুলো কমেন্ট করে দিন। বাংলা উইকিতে ইংরেজি লেখা রাখা যাবে না। --রাগিব (আলাপ | অবদান) ০৭:৫২, ২৬ নভেম্বর ২০০৮ (ইউটিসি)উত্তর দিন

এত বড় একটি বিষয় নিয়ে লিখতে একটু সময় লাগবে। অনুবাদের সুবিধার জন্য ইংরেজি কন্টেন্ট রাখা হয়েছিল।

ফেসবুক => ফেইসবুক সম্পাদনা

ফেইসবুক বানানটি ফেইসবুক দ্বারা যাচাইকৃত, ফেসবুক বানানটি পাতার নাম না হয়ে পাতার বিবরণে থাকতে পারে। আলোচনা করেন। বব২৬ (আলাপ) ০৪:৩৮, ১১ অক্টোবর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

শুধু ফেইসবুক বানানটি যাচাইকৃত, আর ফেসবুক বানান যাচাইকৃত নয় এটি আপনাকে কে বলেছে? যারা ফেসবুক বাংলায় অনুবাদ করে তারা ফেসবুক, ফেইসবুক দুই ধরনের বানান ব্যবহার করে (আমি নিজে "ফেসবুক" বানান ফেসবুক অনুবাদের সময় ব্যবহার করি)। আপনি এখানের দ্বিতীয় লেখাটি দেখতে পারেন। এছাড়া আপনি গুগলে অনুসন্ধান করে দেখতে পারেন, বাংলাদেশের বেশীরভাগ জাতীয় দৈনিক "ফেসবুক" বানানটিই ব্যবহার করে। --আফতাব (আলাপ) ১২:৫৪, ১১ অক্টোবর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
এই লিংকটি দেখেন, আর জানান, ধন্যবাদ। বব২৬ (আলাপ) ১৩:০৮, ১১ অক্টোবর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
কি জানাবো, আমার দেয়া লিঙ্কটি তো আমাকেই দিলেন। আমি তো বললাম, দুই বানানই ব্যবহার করা হয়। "ফেইসবুক" করতে আমার আপত্তি থাকতো না, যদি ফেসবুকের সব অনুবাদে ফেইসবুক লেখা হত। আপনি ফেসবুক বাংলায় ব্যবহার করলে দেখবেন, কোথাও ফেসবুক আবার কোথাও ফেইসবুক লেখা। --আফতাব (আলাপ) ১৩:৩৬, ১১ অক্টোবর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
আপনি এখানে যান আর "Facebook"-glossary দেখুন, ""উৎস:Facebook, অনুবাদ: ফেইসবুক, বর্ণনা: the proper noun referring to the Facebook website and all affiliated products. The term "Facebook" should not be translated.""। ধন্যবাদ। বব২৬ (আলাপ) ১৩:২৬, ৪ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
বাংলাদেশের অনলাইন সংবাদপত্র বিডিনিউজ২৪ বাদে, ভারত ও বাংলাদেশের অধিকাংশ বাংলা মিডিয়া ‘ফেসবুক’ বানানটি ব্যবহার করে। আর খোদ ফেসবুকেও দুই রকম বানাই রয়েছে। যেহেতু দুটি বাননই প্রচলিত সেক্ষেত্রে আমি অধিক ব্যবহৃত বানানই রাখার পক্ষে। মোটের উপর কোনটিই ভুল নয়।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৩৫, ৪ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনার অনুরোধ, ৯ এপ্রিল ২০২১ সম্পাদনা

2409:4060:111:E3A5:0:0:1F45:B8B0 (আলাপ) ০৪:০৩, ৯ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন
  করা হয়নি কি পরিবর্তন করতে অনুরোধ করেছেন সেটাই বলেননি — AKanik 💬 ০৪:২৬, ৯ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনার অনুরোধ, ৩ নভেম্বর ২০২২ সম্পাদনা

103.162.58.218 (আলাপ) ১৩:৩৩, ৩ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
  করা হয়নি। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৫:০০, ৩ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনার অনুরোধ, ২৬ জুলাই ২০২৩ সম্পাদনা

119.30.39.177 (আলাপ) ১৪:৪২, ২৬ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
  করা হয়নিTanbiruzzaman 💬 ১৪:৪৯, ২৬ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
"ফেসবুক" পাতায় ফেরত যান।