আলাপ:পুরান ঢাকা

সাম্প্রতিক মন্তব্য: Mehediabedin কর্তৃক ১ বছর পূর্বে "উদ্ধৃতি সূত্রের প্রয়োজন এই মন্তব্যগুলোতে" অনুচ্ছেদে

বাহাদুরশাহ পার্ক নাকি সিপাহি বিপ্লবের শহীদ স্তম্ভ?

সম্পাদনা

ছবিটির ক্যাপশন নিয়ে আমার সন্দেহ আছে, আমি একটুকু নিশ্চিত যে এটি বাহাদুর শাহ পার্কের ভিতরে অবস্থিত, কিন্তু এটিতো পুরো পার্কটির ছবি নয়। mak 21:14, ১২ এপ্রিল ২০০৬ (ইউটিসি)

আরো ভালো ছবি পেলে এটা পাল্টানো অবশ্যই যাবে ... --Ragib 21:16, ১২ এপ্রিল ২০০৬ (ইউটিসি)
একটা ডিজিটাল ক্যামেরা জোগাড় করার চেষ্টা করছি, অন্তত: পুরনো ঢাকার বেশ কিছু ছবি তুলে commons এ আপলোড করবো আশা করি। mak 21:38, ১২ এপ্রিল ২০০৬ (ইউটিসি)

পুরনো না পুরান?

সম্পাদনা

নাম হিসেবে "পুরনো ঢাকা" ব্যবহার করতে দেখা যায় না; কথ্য ও লেখ্য রূপে পুরান ঢাকাই বহুল প্রচলিত ও সঠিক । পাতাটিকে তাই "পুরান ঢাকা"-এ সরায় নেয়াটাই সমীচীন । --প্রকৃষ্টপুত্র সাধ (আলাপ) ২২:২৯, ২৯ নভেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

আমি পুরনো বা পুরান দুটিই ব্যবহার হতে দেখেছি। আপনি যেটা বলেছেন তাও সত্য। "পুরান ঢাকা" নামে স্থানান্তর করা যায়। --আফতাব (আলাপ) ০০:৩৮, ৩০ নভেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
হ্যাঁ পুরনো ঢাকাও ব্যবহার হতে দেখা যায় । আমার ব্যক্তিগত অভিমত এটি ভুল ব্যবহার । তবে সঠিকতা নিরূপনের উপায় নেই; বিশেষত যেহেতু এটি একটি কথ্য নাম, প্রশাসনিক নাম নয় ।
এখানে Move এর প্রক্রিয়া কি? বর্তমানে পুরান ঢাকা থেকে পুরনো ঢাকা'য় রিডিরেক্ট করা আছে । সুতরাং অ্যাডমিন অ্যাকশন লাগবে বোধহয় । --প্রকৃষ্টপুত্র সাধ (আলাপ) ০৬:৩৫, ৩০ নভেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

এখানে অবশ্যই "পুরান ঢাকা" হওয়া উচিত, এমনকি ইংরেজিতেও Puran Dhaka. "পুরোনো ঢাকা"র ব্যবহার আমি উইকিপিডিয়ার এ পেজটি ছাড়াও আর কোথাও কখনো দেখিনি। SagorSiloti (আলাপ) ০৫:৪৭, ১৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

উদ্ধৃতি সূত্রের প্রয়োজন এই মন্তব্যগুলোতে

সম্পাদনা

"ঢাকাইয়া লোকেরা বুদ্ধিমান ও চতুর, কিন্তু ব্যবহারে অত্যন্ত অমায়িক হয়ে থাকেন।"

"অতিথিদের আপ্যায়নে পুরান ঢাকা'র লোকেরা দেশে সর্বশ্রেষ্ঠ।"

এ রকম কথা উদ্ধৃতি ব্যতীত খানিকটা আত্ম-প্রচারের মতই শোনায়।


"তারা ঢাকা'র অন্য অঞ্চলের মানুষের তুলনায় অধিকতর ধর্মসচেতন।"

কোনও সমীক্ষার উপাত্তের ভিত্তিতে কি এই কথাটি লিখা হয়েছে? হলে অবশ্যই যথাযথ উদ্ধৃতি দিন। 103.94.134.112 (আলাপ) ১৩:০৪, ১৫ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

এই ধরনের লেখা আমার মতে মুছে ফেলাই উত্তম। মেহেদী আবেদীন ১৩:২৫, ১৫ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
"পুরান ঢাকা" পাতায় ফেরত যান।