আলাপ:পুঁটি

সাম্প্রতিক মন্তব্য: Nahid.rajbd কর্তৃক ৮ বছর পূর্বে "পুঁটি মাছের সাধারন নাম পরামর্শ" অনুচ্ছেদে

পুঁটি মাছের সাধারন নাম পরামর্শ সম্পাদনা

পুঁটি হচ্ছে পুঁটি জাতীয় মাছের সাধারন নাম। বিভিন্ন প্রজাতির পুঁটি পাওয়া যায় এবং এসব প্রজাতির আলাদা আলাদা নাম আছে। যেমন চোলা পুঁটি, মলা পুঁটি। শুধুমাত্র পুঁটি নোমে যে নিবন্ধটি এখানে আছে তা এসব মাছের প্রতিনিধিত্ব করতে পারে কিন্তু শুধুমাত্র একটা প্রজাতির ব্যাপারে এই নিবন্ধটা সংস্কার প্রয়োজন বলে মনে করছি। --Nahid Hossain (আলাপ) ০৪:৩১, ২৩ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

"পুঁটি" পাতায় ফেরত যান।