আলাপ:নবী
সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৩ বছর পূর্বে "নিবন্ধ শিরোনাম: ‘নবি’ বনাম ‘নবী’" অনুচ্ছেদে
এই পাতাটি নবী নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
ইশ্বরের নাম হিসেবে আল্লাহ
সম্পাদনাযখন ইশ্বরের নাম হিসেবে "আল্লাহ" লেখা হয় তখন সেটা শুধুমাত্র ইসলাম ধর্মের কথা বোঝনো হয়। তাই পরিবর্তনের প্রয়োজন রয়েছে। অন্য কোনো ভাষার পাতায় "আল্লাহ" ব্যবহার করা হয়নিহ
নিবন্ধ শিরোনাম: ‘নবি’ বনাম ‘নবী’
সম্পাদনা‘নবি’-কে প্রমিত বানান ধরে এই নামে নিবন্ধ শিরোনাম করা হলেও ‘নবী’ বানানটি বহুল প্রচলিত। নিবন্ধের নাম তাই ‘নবী’ করা যায় কি? উল্লেখ্য, প্রাধিকারিক হিসেবে বাংলা একাডেমি বা এনসিটিবি বিভিন্ন বানান পরিবর্তন করেছে যা বিতর্কিত ও অনেক ক্ষেত্রেই গ্রহণযোগ্যতা পায়নি। বাংলা উইকিপিডিয়াতেও সব ক্ষেত্রে সব বানান অনুসরণ করা হয় না। — তানভির • ০৬:৪২, ২ জুন ২০২১ (ইউটিসি)
- সমর্থন, নবী রাখা হোক। এটি বহুল প্রচলিত নাম। — ০৮:৫০, ২ জুন ২০২১ (ইউটিসি)
- সমর্থন, নবী বানান বেশি প্রচলিত। এছাড়া কোনো প্রকার আলোচনা ছাড়াই একজন ব্যবহারকারী 'নবী' থেকে 'নবি' তে স্থানান্তর করেছেন। দেলোয়ার (✉) •
- সমর্থন, নবী রাখা হোক। এটি তুলনামূলক বহুল প্রচলিত নাম। —শাকিল হোসেন আলাপ ০৯:৫০, ২ জুন ২০২১ (ইউটিসি)
- সমর্থন – Muhammad Wahid ➡ Talk ১২:২৬, ২ জুন ২০২১ (ইউটিসি)
- সমর্থন, নবী বানান বেশি প্রচলিত। নবী রাখা হোক।FARMER 💬 ✒️ ১৩:২৬, ২ জুন ২০২১ (ইউটিসি)
- "নবী" রাখার প্রতি সমর্থন দিচ্ছি। সাজিদ আলাপ ১৫:৩৫, ২ জুন ২০২১ (ইউটিসি)
- নবী শিরোনামে স্থানান্তর করা হয়েছে। যদিও বর্তমানে বিভিন্ন জায়গায় নবি লেখা হচ্ছে, তবুও এখনো নবী বানান সবচেয়ে বেশি প্রচলিত। ভবিষ্যতে যদি ‘নবী’ থেকে ‘নবি’ বানান বেশি প্রচলিত হয়ে যায়, নিবন্ধের নাম তখন আলোচনা করে স্থানান্তর করা যেতে পারে। -- আফতাবুজ্জামান (আলাপ) ২০:২২, ৯ জুন ২০২১ (ইউটিসি)