আলাপ:ধর্মতলা

সাম্প্রতিক মন্তব্য: Sbb1413 কর্তৃক ৪ মাস আগে "নাম পরিবর্তনের প্রস্তাব ২৭ ফেব্রুয়ারি ২০২৪" অনুচ্ছেদে

নাম পরিবর্তনের প্রস্তাব ২৭ ফেব্রুয়ারি ২০২৪

সম্পাদনা
এসপ্ল্যানেড, কলকাতাধর্মতলা

আমি লক্ষ করেছি যে ইংরেজি সংবাদমাধ্যমে কলকাতার যে পাড়াকে "এসপ্ল্যানেড" (Esplanade) বলা হয়, বাংলা সংবাদমাধ্যমে সেই পাড়াকেই "ধর্মতলা" বলা হয়, অর্থাৎ "এসপ্ল্যানেড" ও "ধর্মতলা" একই পাড়ার ভিন্ন নাম (Esplanade Bus Terminus-কে বাংলায় "ধর্মতলা বাস স্ট্যান্ড" বলা হয়)। তাই নিবন্ধদুটি একত্রীকরণের প্রস্তাব রইল। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৪:১৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ওঃ, আমি লক্ষ করেছি যে ধর্মতলা পাতাটি এসপ্ল্যানেড, কলকাতা নিবন্ধে পুনর্নির্দেশিত করছে, তাহলে এসপ্ল্যানেড, কলকাতা নিবন্ধকে ধর্মতলা নামে স্থানান্তরের অনুরোধ রইল। --এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৪:২৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
"ধর্মতলা" পাতায় ফেরত যান।