আলাপ:দ্য কনসার্ট ফর বাংলাদেশ

সাম্প্রতিক মন্তব্য: Suvray কর্তৃক ৮ বছর পূর্বে "নিবন্ধের শিরোনাম পরিবর্তন সংক্রান্ত" অনুচ্ছেদে

কনসার্ট ফর বাংলাদেশ অনুবাদ সম্পাদনা

এই লেখাটি ইংরেজি হতে অনুবাদ কার্য চলছে। এখানে প্রথম অংশ টুকুর অনুবাদ দেয়া হল। কোন অনুবাদগত ভূল থেকে থাকলে, ঠিক করে দিন। আগামীকালের ভেতরে আশা রাখি পুরোটা অনুবাদ শেষ করতে পারবো।--তানভী (talk) ২২:১৪, ১৯ জানুয়ারি ২০১০ (ইউটিসি)তানভীউত্তর দিন

চমৎকার উদ্যোগ। চালিয়ে যান। সমর্থন রইলো।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:২৯, ২০ জানুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন
চমৎকার। দ্রুত শেষ করে ফেলুন। আর প্রকল্পে যোগ দিয়ে দিন: উইকিপিডিয়া:উইকিপ্রকল্প বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ -- মুহাম্মদ (talk) ১৮:১৬, ২২ জানুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন
ভাইয়া ওখানে তো যোগ করা হয়েছে। তাইলে আমি আর কোথায় যোগ করব? আর উইকিপিডিয়া:উইকিযুদ্ধ/নিবন্ধের তালিকাতে এটা যোগ করা হবে কি? আর ১৯৭১ সালের অস্থায়ী বাংলাদেশ সরকার এটাও যোগ করা হোক। আরো আছে। আমি কি ওগুলো খুঁজে যোগ করে দেব?--তানভী (talk) ০৭:২৯, ২৩ জানুয়ারি ২০১০ (ইউটিসি)তানভীউত্তর দিন

নিবন্ধের শিরোনাম পরিবর্তন সংক্রান্ত সম্পাদনা

ব্যবহারকারী:Mouryan ব্যকরণগতভাবে [ভূল] (ভুল) দেখিয়ে কনসার্ট ফর বাংলাদেশকে বর্তমান কন্সার্ট ফর বাংলাদেশে পরিবর্তিত করেছেন। যদিও মূল শিরোনাম রাখার দরকার ছিল কন্‌সার্ট ফর বাংলাদেশ; কিন্তু, ব্যবহারকারীদের সুবিধার্থে ও দৃষ্টিগোচরার্থে পূর্বোক্ত শিরোনামে ফিরিয়ে আনা হ-উ-ক। সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ সহযোগে - Suvray (আলাপ) ১৪:২৫, ২৩ জুলাই ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

"দ্য কনসার্ট ফর বাংলাদেশ" পাতায় ফেরত যান।