আলাপ:স্পর্শসংবেদী পর্দা

(আলাপ:টাচস্ক্রিন থেকে পুনর্নির্দেশিত)
সাম্প্রতিক মন্তব্য: Shoakat hossain কর্তৃক ৪ বছর পূর্বে "আসুন নিবন্ধ প্রতিযোগীতা বর্জন করি।" অনুচ্ছেদে

কিছু না সম্পাদনা

ভালো Bimol Sutradhar (আলাপ) ১৭:৪৯, ২৩ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

যান্ত্রিকতা সম্পাদনা

সুধী, নিবন্ধটি অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। এই নিবন্ধে বাক্য গঠনে প্রচুর সমস্যা আছে। বাক্যগুলো প্রাঞ্জল নয় এবং পড়তেও যান্ত্রিক মনে হচ্ছে। আমি কিছু জায়গায় ঠিক করে দিয়েছি। কিন্তু পুরো নিবন্ধটিই সংশোধন করতে হবে। অনুগ্রহ করে, প্রতিযোগিতা চলাকালীন সংশোধন করুন ও সংশোধনের পর পুনরায় জমা দিতে হবে না। ধন্যবাদ। — RockyMasum (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

দুঃখিত! সম্পাদনা

দীর্ঘ ২৫ দিন কঠোর পরিশ্রম করে এই নিবন্ধ টির অনুবাদ সম্পূর্ণ করতে পেরেছি। ইংরেজী তে যেভাবে বাক্য গঠন করা আছে, কখনো সঠিক বাংলা শব্দ পাচ্ছি না, কখনো ঠিক ভাবে অনুবাদ সম্ভব হচ্চে না. এর থেকে ভালো ভাবে অনুবাদ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না. দুঃখিত। — ImSonyR9 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

আসুন নিবন্ধ প্রতিযোগীতা বর্জন করি। সম্পাদনা

স্বার্থানেসি গুটিকয়েক ভাই-ব্রাদারদের হাতে বাংলা উইকিপিডিয়া আজ জিম্মি হয়ে গেছে।আপনি যতই সাবলীল অনুবাদ করেন না কেন ,লাভ হবে না।সাবলিল অনুবাদ করলে বলবে-ইংরেজীর সাথে মিল নেই। আর মিল রেখে অনুবাদ করলে বলবে যান্ত্রিক।আমি এই প্রতিযোগীতা বর্জন করছি। — Shoakat hossain (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Shoakat hossain: হ্যা, আমি ইতিমধ্যে বাংলা উইকি তে কাজ করা বন্ধ করে দিয়েছি। দীর্ঘ ২৫ দিন উক্ত প্রবন্ধ টি নিয়ে কঠোর পরিশ্রম করার পর ও ওনাদের কাছে মনে হয় যান্ত্রিক অনুবাদ। এভাবে চলতে থাকলে বাংলা উইকির উন্নতি অসম্ভব। সাধারণত কোনো একটি শব্দের বিজ্ঞানে এবং সাধারণ ভাবে অর্থের ভিন্নতা থাকে, তা সত্ত্বেও অনেক কষ্ট করে এতো বড় একটি প্রবন্ধ যতটা নির্ভুল সম্ভব অনুবাদ করার চেষ্টা করেছি। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ। তাই হতাশায় বাংলা উইকি ত্যাগ করলাম। SonyR (আলাপ)
@ImSonyR9: নিঃসন্দেহে অনুবাদ অনেক পরিশ্রমের কাজ এবং আপনি এই নিবন্ধের পেছনে অনেক সময় দিয়েছেন তা খুব সহজেই অনুমান করা যায়। তবে বাক্য গঠনে আর একটু যত্নবান হলে ভাল হয়। দাঁড়ি, কমার আগে ও পরে অনেক জায়গাতে আপনি ঠিকমত স্পেস দেননি। অনেক সংখ্যা এখনো ইংরেজিতে থেকে গিয়েছে, সেগুলো বাংলা করা দরকার (যদিও আমি কিছু জায়গায় ঠিক করে দিয়েছি)। এছাড়া বেশ কিছু জায়গায় বাক্য গঠন আরও ভাল হতে পারতো, আমার বিশ্বাস আপনি একটু সময় নিয়ে চেস্টা করলেই ঠিক করতে পারবেন।
@Shoakat hossain: কিভাবে কোথায় স্বার্থান্বেষী ভূমিকা কে বা কারা রেখেছে অনুগ্রহ করে নির্দিস্ট করে বলবেন কি? দয়া করে উপযুক্ত কারণ ছাড়া কোন অভিযোগ করবেন না। সত্যি যদি কেউ স্বার্থান্বেষী কিছু করে থাকে তবে তা প্রমাণসহ উপস্থাপন করুন। যদি কেউ এমন কিছু করে থাকে নিশ্চয় বাংলা উইকিপিডিয়া সম্প্রদায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। মনে রাখবেন উইকিপিডিয়ায় কারো গুরুত্ব কম বা বেশি নয়, এখানে সবাই সমান। শুভ হোক আপনার উইকিপিডিয়া সম্পাদনা। ধন্যবাদ।--মাসুম-আল-হাসান (আলাপ) ০৯:৪৭, ২ আগস্ট ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

উইকি জেন্ডার গ্যাপের বিজয়ী কিভাবে নির্বাচিত হল? সম্পাদনা

কারো নিবন্ধ পর্যালোচিত হল না,গৃহীত হল না ,পর্যালোচনা কারা করলো তাও জানা গেল না, কিন্তু ১০ জন প্রতিযোগি নির্বাচিত হয়ে গেল।আমি মনে করি পুরো প্রক্রিয়াটি যথেষ্ট অস্বচ্ছ এবং প্রশ্নবিদ্ধ।এরকম হলে যে কেউই দলবাজির অভিযোগ তুলতে পারে।— Shoakat hossain (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Shoakat hossain: পর্যালোচনা করা সবার জন্য উন্মুক্ত, তো আপনি কয়টা পর্যালোচনা করেছেন? আগে কিছু করে দেখান বাংলা উইকিতে তারপর প্রশ্ন তুলুন। বাংলা উইকিপিডিয়া অল্প কিছু উইকিপিডিয়ানের অবদানে আজ এখানে এসেছে, আপনি তাঁদেরকে দলবাজ বলে অপমান করতে পারেন না। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩৭, ১৫ আগস্ট ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
আপনারা স্বচ্ছতার সাথে আগে দায়িত্ব পালন করুন ।তাহলে শুধু আমি না আরও অসংখ্য উইকিপিডিয়ান তৈরি হবে।আমার কিছু করা বা না করার উপর আপনাদের সততা,সাধুতা নির্ভর করে না।সৎ সাহস থাকলে প্রশ্নের উত্তর দিয়ে দিতেন।চাপাবাজি,ঝাড়িবাজি করতেন না।--Shoakat hossain (আলাপ) ২১:০৮, ১৯ আগস্ট ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
"স্পর্শসংবেদী পর্দা" পাতায় ফেরত যান।