আলাপ:জিএসটি ভর্তি পরীক্ষা

সাম্প্রতিক মন্তব্য: BadhonCR কর্তৃক ১৫ ঘণ্টা আগে "বিশ্ববিদ্যালয়ের তালিকা" অনুচ্ছেদে

বিশ্ববিদ্যালয়ের তালিকা সম্পাদনা

@BadhonCR ভাই, বিশ্ববিদ্যালয়ের তালিকা করেছেন, এটা কোন মানদণ্ডের উপর ভিত্তি করে সাজিয়েছেন? ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১৫:১১, ২২ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@DeloarAkram, এখনো আসন সংখ্যা নিয়ে কাজ করতেছি। শেষ হলে জ্যেষ্ঠতা অথবা মোট আসন সংখ্যা ভিত্তিতে সাজানোর পরিকল্পনা আছে। আপনার কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১৬:৪৭, ২২ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
জ্যেষ্ঠতা অনুসারে সাজানো উচিত। প্রয়োজনে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের তালিকা এই তালিকার সাহায্য নিতে পারেন।
এই নিবন্ধ নিয়ে কাজ করছেন দেখে ভালো লাগলো। এছাড়াও কৃষি গুচ্ছ ভর্তি নিয়ে, সাত কলেজ নিয়ে নিবন্ধ করা উচিত। এগুলো আমার মাথায় ঘুরপাক খায়। এই নিবন্ধগুলো থাকা উচিত। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১৭:৪৪, ২২ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
মানুষের সাধারণ প্রবৃত্তি অনুযায়ী যেখানে আসন সংখ্যা বেশি, সেখানে চান্স বেশি, সেজন্য সেখানে আগ্রহও বেশি থাকে। তাই মোট আসন সংখ্যার অধক্রম অনুযায়ী সাজালাম। যাতে সহজেই জ্যেষ্ঠতার তথ্য পাওয়া যায়, এজন্য পাশেই একটি নতুন কলাম (প্রতিষ্ঠা) তৈরি করে দিয়েছি। সেখানে এক ক্লিকে স্বয়ংক্রিয়ভাবে জ্যেষ্ঠতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের তালিকা সাজানো হয়ে যাবে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ভর্তি পদ্ধতি নিবন্ধে সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে আসার চেষ্টা করবো। পরিস্থিতি অনুযায়ী কৃষি, ইঞ্জিনিয়ারিং, ৭ কলেজ, ১০ কলেজ আলাদা নিবন্ধ তৈরি করা হবে। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ২০:৩১, ২২ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
"জিএসটি ভর্তি পরীক্ষা" পাতায় ফেরত যান।