আলাপ:জম্মু

সাম্প্রতিক মন্তব্য: Abazizfahad কর্তৃক ২ বছর পূর্বে "হালনাগাদ করুন" অনুচ্ছেদে

হালনাগাদ করুন সম্পাদনা

@MS Sakib আপনি জম্মু নিবন্ধটি পর্যালোচনার জন্য জমা দিয়েছেন। আপনি মূলত নিবন্ধটি যান্ত্রিকভাবে অনুবাদ করেছেন যার কারণে নিবন্ধটির কিছু কিছু জায়গায় যান্ত্রিকতার ছোঁয়া রয়েছে এমনকি আপনি সংশ্লিষ্ট তথ্যছক ব্যবহার করেননি। তাই শীঘ্রই নিবন্ধটি পুনরায় সম্পাদনা করে লেখাগুলো পাঠকদের জন্য আরো বোধগম্য করে তুলুন এবং সংশ্লিষ্ট তথ্যছক ও অন্যান্য টেমপ্লেটগুলো সঠিকভাবে ব্যবহার করুন। ধন্যবাদ -- আঃ আজিজ ফাহাদ (আলাপ) ১৬:৪২, ৭ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Abazizfahad: সংশোধনের কাজ চলছে। শেষ হলে আপনাকে জানাব। ধন্যবাদ। -- ≈ MS Sakib  «আলাপ» ০১:০৭, ৮ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Abazizfahad: সবকিছু ঠিকঠাক করা হয়েছে। আশাকরি আর কোনও সমস্যা নেই। -- ≈ MS Sakib  «আলাপ» ০৯:৫৬, ৮ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@MS Sakib ধন্যবাদ পর্যালোচনা চলছে। -- আঃ আজিজ ফাহাদ (আলাপ) ১০:০৬, ৮ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@MS Sakib জলবায়ু অনুচ্ছেদে টেবিল যোগ করেননি। তাছাড়া আপনি যান্ত্রিক অনুবাদ করার কারণে তথ্যসূত্র গুলোর মাঝে ফাঁকা বিদ্যমান যাইহোক জলবায়ু অনুচ্ছেদ সম্পাদনা সহ কিছু কিছু উইকি পাতার সংযোগ দিয়ে নিবন্ধটি পুনরায় সম্পাদনা করুন। -- আঃ আজিজ ফাহাদ (আলাপ) ১০:১৭, ৮ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Abazizfahad: একটু ভালোভাবে লক্ষ্য করুন, জলবায়ু ছক যুক্ত করা আছে (শিরোনামটা ইংরেজি ছিল; বাংলা করে দিচ্ছি)। কিন্তু "যান্ত্রিক অনুবাদ করার কারণে তথ্যসূত্র গুলোর মাঝে ফাঁকা বিদ্যমান" এটা কেমন কথা! বলতে পারেন, অনুবাদ সরঞ্জাম ব্যবহার করার কারণে হয়েছে। কিন্তু এর সাথে নিবন্ধের যান্ত্রিকতার সম্পর্ক কী? সত্যি বলতে আপনার প্রথম বার্তা দেওয়ার সময়েও খুব বেশি যান্ত্রিকতা ছিল না। তারপরেও আমি প্রায় সবগুলো অনুচ্ছেদে পুনর্লিখন করেছি। অন্তত এখন কোনও যান্ত্রিকতা নেই। এরপরেও আপনি তথ্যসূত্র গুলোর মাঝে ফাঁকা থাকার পিছনে যান্ত্রিকতার কথা বলছেন! -- ≈ MS Sakib  «আলাপ» ১০:৪৬, ৮ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@MS Sakib আসলে তথ্যসূত্রগুলো অনুচ্ছেদ অনুবাদ করে লেখা যোগ করার সময় যোগ করা হয়েছে তাই এগুলোর মধ্যে ফাঁক থাকবে এটা স্বাভাবিক। তবে আপনাকে ধন্যবাদ। বিশেষ প্রয়োজন হলে আপনাকে জানাবো। -- আঃ আজিজ ফাহাদ (আলাপ) ১২:০৪, ৮ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"জম্মু" পাতায় ফেরত যান।