আলাপ:চেহেল আখতারান মসজিদ

সাম্প্রতিক মন্তব্য: কুউ পুলক কর্তৃক ২ বছর পূর্বে "বাক্য" অনুচ্ছেদে

বাক্য

সম্পাদনা

@কুউ পুলক: "কাজার রাজবংশের সাথে সম্পর্কিত এবং .." এভাবে অনুবাদ করিয়েন না। ইংরেজি যা লেখা থাকুক, আপনি নিজ থেকে বা অন্যভাবে লিখেন। যেমন এভাবে লেখা যেতে পারে:

চেহেল আখতারান মসজিদ ইরানের কোম কাউন্টিতে অবস্থিত একটি মসজিদ। কাজার রাজবংশের শাসনামলে মসজিদটি নির্মিত হয়। [ফার্সি উইকি থেকে অতিরিক্ত] ২০০৪ সালের ৭ সেপ্টেম্বর মসজিদটিকে ইরানের জাতীয় স্থাপনাগুলির একটি হিসেবে লিপিবদ্ধ করা হয়। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৫৬, ২৮ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে ধন্যবাদ। আমি নিবন্ধগুলো শুরু করে দিচ্ছি মাত্র। পরবর্তীতে অন্যান্য উইকিপিডিয়ানরা আরো ভালো করে লিখবেন আশা রাখছি। আপনার দেখানো পথ সামনে অনুসরণ করবো ইনশাল্লাহ। --  কুউ পুলক    ১৮:০২, ২৮ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"চেহেল আখতারান মসজিদ" পাতায় ফেরত যান।