আলাপ:চুড়িহাট্টা মসজিদ/ভালো নিবন্ধ ১

সাম্প্রতিক মন্তব্য: NahidSultan কর্তৃক ৯ বছর পূর্বে "ভালো নিবন্ধের পর্যালোচনা" অনুচ্ছেদে

ভালো নিবন্ধের পর্যালোচনা সম্পাদনা

নিবন্ধ (সম্পাদনা | ইতিহাস) • নিবন্ধের আলাপ (সম্পাদনা | ইতিহাস) • নজরতালিকায় রাখুন

পর্যালোচক: Nasir8891 (আলাপ ·অবদান) ০৯:৪২, ২ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ সম্পর্কে মতামত সম্পাদনা

“চুড়িহাট্টা মসজিদ, ভালো করে বললে প্রাচীন চুড়িহাট্টা মসজিদ বাংলাদেশের অন্যতম একটি পুরাতাত্ত্বিক নিদর্শন”। ভালো করে বললে কথাটি পড়তে যেন কেমন লাগছে। ভূমিকা অংশটি পুনরায় কপিইডিট বা বাড়ানো যেতে পারে। তথ্যসূত্র বাড়ালে ভাল হয়। আমি মসজিদটি সম্পর্কে আরো কোন নথি-পত্র পাওয়া যায় কিনা খোঁজ নিয়ে দেখব ও পরে মতামত জানাব। --যুদ্ধমন্ত্রী (আলাপ) ১৬:৪০, ৬ জুলাই ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

সূচনা বাক্যের বিকল্প হিসেবে -
প্রাচীন চুড়িহাট্টা মসজিদ বা চুড়িহাট্টা মসজিদ বাংলাদেশের অন্যতম পুরাতাত্ত্বিক নিদর্শন” রাখা যেতে পারে। - Subrata Roy (আলাপ) ১৭:১৮, ৬ জুলাই ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
ভূমিকাংশের প্রস্তাব সত্যি। এটা সুব্রতদা'র প্রস্তাব অনুযায়ী ঠিক করা হলো।

ভূমিকা অংশটি পুনরায় কপিইডিট বা বাড়ানো যেতে পারে।

এর চেয়ে বেশি এক বিন্দু লেখার জন্যও আমার কাছে যথেষ্ট তথ্যসূত্র নেই। আমার সর্বস্ব দিয়ে লিখেছি এটা।

তথ্যসূত্র বাড়ালে ভাল হয়।

এর চেয়ে ভালো করার কোনো উপায় আমার কাছে নেই।

আমি মসজিদটি সম্পর্কে আরো কোন নথি-পত্র পাওয়া যায় কিনা খোঁজ নিয়ে দেখব ও পরে মতামত জানাব।

অপেক্ষার প্রহর বড় দীর্ঘ হয়... দীর্ঘ অপেক্ষা আবার পর্যালোচনার মুলতবি না হয়... :) —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ২০:০৯, ৭ জুলাই ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
কিছু মন্তব্য,
  • মসজিদটি যেহেতু নতুন ভবনে স্থানান্তরিত হয়েছে তাই, ইনফোবক্সের ক্যাপশন শুধু চুড়িহাট্টা মসজিদ না লিখে চুড়িহাট্টা মসজিদের বর্তমান ভবন (সাল) লেখা যেতে পারে।
  • ইতিহাস অংশের দ্বিতীয় প্যারার দ্বিতীয় লাইনে জানা যায়: বাদ দিলেই বাক্য শ্রুতিমধুর হবে। প্রথম লাইনটি এভাবে দিলে কেমন হয়, “মসজিদটির নির্মাণ বিষয়ে ইতিহাসবিদদের ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যায়”। এছাড়া Glimpses of Old Dhaka গ্রন্থের নামটি ইংরাজিতে থাকার কারণে দেখতে খারাপ লাগছে। --যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৪৩, ৩ আগস্ট ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

সমর্থন সম্পাদনা

নিবন্ধটিতে ভালো নিবন্ধের গুনাবলীগুলো রয়েছে। নিবন্ধটিতে ভালো নিবন্ধের তালিকায় যুক্ত করার প্রস্তাব করছি। --নাসির খান সৈকতআলাপ ০৯:৪২, ২ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

ভালো নিবন্ধ হিসেবে উত্তীর্ণ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:৫৮, ৭ আগস্ট ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
"চুড়িহাট্টা মসজিদ/ভালো নিবন্ধ ১" পাতায় ফেরত যান।