আলাপ:খতমে নবুওয়াত একাডেমি

সাম্প্রতিক মন্তব্য: মজুমদার সাহেব কর্তৃক ২ বছর পূর্বে "ইসলাম বিষয়ক এডিটাথন ২০২২ হালনাগাদ" অনুচ্ছেদে

ইসলাম বিষয়ক এডিটাথন ২০২২ হালনাগাদ সম্পাদনা

@মজুমদার সাহেব:, সুধী, ইসলাম বিষয়ক এডিটাথন ২০২২ উপলক্ষে আপনার তৈরিকৃত এই নিবন্ধটি আমি ফাউন্টেনে পর্যালোচনা করেছি। দুঃখজনকভাবে, রুক্ষ অনুবাদের কারণে এই নিবন্ধটি গ্রহণ করতে পারছি না। অনুগ্রহ করে নিবন্ধের অনুবাদ সংশোধন করুন এবং আমাকে জানান। ধন্যবাদ। — আদিভাইআলাপ০৬:২৮, ৯ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Meghmollar2017:   করা হয়েছে -মজুমদার সাহেব (আলাপ) ০৮:৩৫, ৯ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@মজুমদার সাহেব: নিবন্ধটিতে এখনও যান্ত্রিকতা লক্ষ্য করা যাচ্ছে। যেমন: শীর্ষ অনুচ্ছেদে সংস্থাটি তাদের ব্যাখ্যা করে যে এটি নেতৃত্ব দিচ্ছে কাদিয়ানী মিথ্যাচারের বিরুদ্ধে সচেতনতা হিসেবে।[২]অবমাননাকর শব্দটি প্রায়ই ব্যবহৃত হয় আহমেদিয়া মুসলমানদের প্রতিও।[২] কিংবা মধ্যবর্তী অংশে “'ধর্মত্যাগী' এবং 'কাফের' শব্দগুলি ইংরেজিতে তাদের ইসলামিক ধর্মতাত্ত্বিক অর্থে বিশেষ করে উর্দু-এর মধ্যে আলাদাভাবে বোঝা যায় - বর্তমান চলনসই আরও সংবেদনশীল পদ দ্বারা প্রতিস্থাপিত হতে পারে যেখানে এই শব্দগুলির অর্থ গত কয়েক বছরে বেশ দ্রুত পরিবর্তিত হয়েছে। আমার পরামর্শ হলো বাক্যগুলোকে ভেঙে ফেলুন ও পুনর্বিন্যাস করুন। তাহলে শুনতে ভালো লাগবে। উইকিপিডিয়ায় যান্ত্রিকতা দূরীকরণ বলতে এই শুনতে ভালো লাগা-কেই বোঝানো হয়। — আদিভাইআলাপ০৯:৫২, ৯ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017: ভালো লাগার জন্য এহেন পরিবর্তনের দায় আমি নিই না। আপনি করে ফেলুন যেমনটা আপনার ভালো লাগে। ধন্যবাদ! -মজুমদার সাহেব (আলাপ) ০৬:৪৫, ১০ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@মজুমদার সাহেব: সুধী, সেক্ষেত্রে দুঃখের সাথে জানাতে হয় যে, আমিও আপনাকে পূর্ণ নম্বর দিতে পারবো না। আপনি যেহেতু নিবন্ধটি লিখেছেন, তাহলে এর যান্ত্রিকতা দূর করার দায়-ও আপনার হওয়া উচিত। তার দায় যদি না নিতে পারেন, তাহলে আপনার নিবন্ধ লেখাই উচিত নয়। আমার বক্তব্যে দেওয়া মেটাফোর যদি কেউ বুঝতে না পারে, তাহলে তার দায় নিতেও আমি প্রস্তুত নই। ধন্যবাদ। — আদিভাইআলাপ০৮:৩৪, ১০ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Meghmollar2017:   করা হয়েছে --মজুমদার সাহেব (আলাপ) ০৮:৪১, ১০ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

"খতমে নবুওয়াত একাডেমি" পাতায় ফেরত যান।