আলাপ:কালীগঞ্জ উপজেলা, ঝিনাইদহ

সাম্প্রতিক মন্তব্য: EditBangla কর্তৃক ৫ বছর পূর্বে "সকল গ্রামের নাম বা বর্ণনা কঠিন কাজ" অনুচ্ছেদে

সকল গ্রামের নাম বা বর্ণনা কঠিন কাজ সম্পাদনা

জিনেদার কালীগঞ্জ উপজেলায় ১৯৮টি গ্রাম আছে। সকল গ্রামের নাম দেয়া হয়তো অসম্ভব নয়। কিন্তু সকল গ্রামের বর্ণনা কি দেয়া সম্ভব? মনে হচ্ছে না। - EditBangla (আলাপ) ১১:৩০, ২৫ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

হাসানহাটি গ্রাম বিষয়ক অনুচ্ছেদ সংরক্ষণ সম্পাদনা

  • কালীগঞ্জ থানার ১১ নং রাখালগাছি ইউনিয়নের একটি গ্রাম.
  • এটা কালীগঞ্জ ,কোটচাঁদপুর,বারবাজার ও চৌগাছার মধ্যখানে অবস্থিত।
  • এই গ্রামে নামকরা একটি হাইস্কুল আছে ,তার নাম হাসানহাটি বড়োধোপাদি এবাদৎ আলী মাধ্যমিক বিদ্যালয়।
  • এই গ্রামে ২টি প্রাইমারি স্কুল আছে
        ‌ *হাসানহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ।
         *পশ্চিম হাসানহাটি সরকারি প্রােথমিক বিদ্যালয় ।
  • এই গ্রামে একটি ইসলামিক ফাউন্ডেশন কত্রিক পরিচালিত মাদ্রাসা আছে।
  • এই গ্রামে কয়েক টি মসজিদ আছে
          * হাসানহাটি মধ্য পাড়া জামে মসজিদ
          *হাসানহাটি পশ্চিম পাড়া জামে মসজিদ ।
         *হাসানহাটি পূর্ব পাড়া জামে মসজিদ ।
        *মো:হাফিজুর রহমান বিস্বাস। 
       * মো:সুলতান শেখ
      *মো:ইউনুস
  • এই গ্রামে অনেক পুকুর আছে
     * যেখানে প্রচুর পরিমানে মাছ চাষ হয়
  • এই গ্রামে কিছু কিছু বাড়িতে কোয়েল পালন করা হয়
  • এইগ্রামে বাণিজ্যিক পোল্টি ও কক মুরগির খামার আছে।
"কালীগঞ্জ উপজেলা, ঝিনাইদহ" পাতায় ফেরত যান।