আলাপ:ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

সাম্প্রতিক মন্তব্য: Robi -1999 কর্তৃক ১ বছর পূর্বে "কপিরাইট প্রয়োগ" অনুচ্ছেদে

গানের পংক্তি সম্পাদনা

গানের কথা তুলে দেয়া যাবেনা পুরোপুরি, কারণ নজরুল মারা গেছেন মাত্র ৩৪ বছর আগে, তাই তার লেখা কিছুই পাবলিক ডোমেইনে নেই।

তবে গানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গানের ব্যাপারে আরো তথ্য দরকার। যেমন, এটা কি সেই সময়ে বেস্ট সেলার রেকর্ড ছিলো কি না, বাংলাদেশের প্রায় সব মিডিয়াতেই ঈদের চাঁদ দেখা গেলেই এই গানটা বাজানো হয়, সেটার উপরে কোনো আলোচনা কোথাও আছে নিশ্চয়। সেগুলো সব এখানে যোগ করা দরকার। --রাগিব (আলাপ | অবদান) ২১:৫৮, ১০ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

নজরুল পাবলিক ডোমেইনে নাই, তবে তার সকল কাজের স্বত্ত্ব নজরুল একাডেমির। এ গানটিকে পাবলিক ডোমেইন-এ দিয়ে দেওয়ার জন্য তাদেরকে বলা যায় অথবা কেবল লিখিত অনুমতি নিয়ে এখানে দেওয়া যায়। আপাতত একটি ট্যাগসহ থাকুক। এইচএমভি'র একটি সেন্টার থেকে এটির ২০০০ কপি বিক্রি হয়েছিল। তখন বেস্ট সেলার ব্যাপার ছিল না, তবে সেটা বেস্ট সেলার ছিল। আব্বাস উদ্দিনের আত্মজীবনীতে এ গানের ইতিহাস আছে, আছে আরো নানান জায়গায় যা হয়তো যোগাড় করা সম্ভব। এ ভুক্তির সঙ্গে নজরুলের, আব্বাস উদ্দিনের ছবি দেওয়া যায়, ইউটিউবে ে গানের অনেক ভিডিও আছে এগুলো এক্সটার্নাল লিংক হিসাবে যোগ করা দরকার। ফেরদৌসী রহমান বা মোস্তফা জামান আব্বাসীর কাছে হয়তো এ গানের রেকর্ডটি থাকতে পারে। সে রেকর্ডের একটি ছবি তুলতে হবে। আব্বাস উদ্দিন কেবল হারমোনিয়াম আর তবলা দিয়ে ঐ গান গেয়েছিলেন। Munirhasan (আলাপ) ১০:৩৫, ১১ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন
আচ্ছা, আমরা তো গান হিসাবে এখানে দিচ্ছি না। গানটির আলোচনার জন্য গানের কথাটা দরকার। আমার মনে হচ্ছে, সেক্ষেত্রে নজরুলের কপিরাইট ভঙ্গ হবে না। Munirhasan (আলাপ) ১৮:০২, ১১ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন
আলোচনার জন্য যে লাইনটির দরকার শুধু সে লাইনটি লেখার মধ্যে ব্যবহার করা যেতে পারে, পুরো কবিতা বা গান এখানে রাখার প্রয়োজন নেই। তা ছাড়া গানের কথাগুলো যদি অন্য কোন সাইটে থাকে তাহলে তার রেফারেন্স দিয়েও আলোচনা করা যেতে পারে। এভাবে কপিরাইটেড কোন কিছুই উইকিপিডিয়ার নিবন্ধে বিবৃতি হিসেবে রাখা যাবে না, তা যে উদ্দেশ্যেই হোক।--বেলায়েত (আলাপ | অবদান) ০২:৫০, ১২ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

কপিরাইট প্রয়োগ সম্পাদনা

ইদানিং সময় টিভি একদম হুবুহু উইকিপিডিয়ার আর্টিকেলগুলো কপি করে পোস্ট করছে। এখন আমরা কি এ নিয়ে কোনো পদক্ষেপ নেবো? না এটা করা বৈধ? Robi -1999 (আলাপ) ০৬:০৩, ৭ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

লিংক: [[১]]

"ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ" পাতায় ফেরত যান।