আলাপ:ইসলামি বর্ষপঞ্জি

সাম্প্রতিক মন্তব্য: Mehediabedin কর্তৃক ২ বছর পূর্বে "হিজরি বর্ষপঞ্জি যৌক্তিক মনে করছি" অনুচ্ছেদে
ইসলামি বর্ষপঞ্জির জন্য কর্মতালিকা: সম্পাদনা·ইতিহাস·নজর·পুনঃসতেজ

কর্মতালিকা খালি: হয় {{কর্মতালিকা}} ট্যাগ সরান অথবা একটি বিষয় যুক্ত করতে সম্পাদনা ক্লিক করুন।

হিজরি বর্ষপঞ্জি যৌক্তিক মনে করছি সম্পাদনা

নিবন্ধের নাম যদিও ভুল নয়, কিন্তু যেহেতু মুহাম্মাদের [স.] হিজরতের সাথে সাল গণনার সম্পর্ক, তাই এই সাল গণনাকে হিজরি বর্ষপঞ্জি গন্য করা হয়। যদিও তা ইসলামী বর্ষপঞ্জি, কিন্তু এর নাম হিজরি বর্ষপঞ্জি, এবং সালগুলোকে ১৪৩০ হিজরি লেখা হয়। তাই নিবন্ধের নাম হিজরি বর্ষপঞ্জি হওয়া যৌক্তিক মনে করছি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৫:৪৬, ৯ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

আমিও তার সাথে একমত। --- ইয়াহিয়া (আলাপ) ১১:৩৮, ১৬ এপ্রিল ২০১২ (ইউটিসি)উত্তর দিন
না, একমত নই। সালের পাশে হিজরি লেখা থাকে কারণ ওটা একটা পঞ্জিকা সাল যার নাম হিজরি সন। মনে রাখা উচিত যে বর্ষপঞ্জিপঞ্জিকা সাল দুটি এক জিনিস নয়। মুসলিমরা ছাড়া বর্তমানে এই বর্ষপঞ্জি কেউ ব্যবহার করেনা (একই উদাহরণ ইরানি বর্ষপঞ্জির জন্য দেওয়া যায়)। তাছাড়া উইকিপিডিয়ায় সৌর হিজরি বর্ষপঞ্জি নামে নিবন্ধ রয়েছে, সেই অনুযায়ী এর নাম হওয়া উচিত চন্দ্র হিজরি বর্ষপঞ্জি। সুতরাং আমার মনে হয় এই নামটিই ঠিক আছে। মেহেদী আবেদীন ১০:০৮, ১৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"ইসলামি বর্ষপঞ্জি" পাতায় ফেরত যান।