আলাপ:ইসলামি পারিবারিক আইনশাস্ত্র

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৩ বছর পূর্বে "ইসলামি না ইসলামী" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প ইসলাম
এই নিবন্ধটি উইকিপ্রকল্প ইসলামের অংশ, যা উইকিপিডিয়ায় ইসলাম সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

ইসলামি না ইসলামী সম্পাদনা

@আফতাবুজ্জামান: এবং নিবন্ধ প্রণেতা আইপি ব্যবহারকারী, নিবন্ধের নামের ক্ষেত্রে শব্দটি "ইসলামী" হবে নাকি "ইসলামি" হবে। নিয়ম অনুযায়ী তো ইসলামি হওয়ার কথা, কিন্তু উইকিপিডিয়ায় সর্বক্ষেত্রেই ইসলামী ব্যবহার করা হচ্ছে। এ ব্যাপারে কোনো সামঞ্জস্যতা বিধান করা যায় কি? — আদিভাইআলাপ০৬:৩০, ২৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আলোচনাসভায় যা বলেছিলাম, সেই একই বিষয়। এক যুগ আগেও ঈ ব্যবহার হত (ও এখনো সমানতালে হয়)। প্রচলিত হতে একটু সময় লাগবেই। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৫৭, ২৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
"ইসলামি পারিবারিক আইনশাস্ত্র" পাতায় ফেরত যান।