আলাপ:আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন

সাম্প্রতিক মন্তব্য: Goutam কর্তৃক ১১ বছর পূর্বে "ছবি" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প জীবনী (মূল্যায়ন - মান অসম্পূর্ণ, গুরুত্ব উচ্চ)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প জীবনীর অংশ, যা উইকিপিডিয়ায় জীবনী সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 অসম্পূর্ণ  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী অসম্পূর্ণ-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 উচ্চ  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী উচ্চ-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 

ছবি সম্পাদনা

আমার কাছে ওনার একটা ছবি আছে। কোনো এক স্টুডিও থেকে তোলা। সেই ছবি টি আমি এখানে দিতে পারি ? তবে ইচ্ছে করলে আমি ওনার পারিবারিক এলবাম থেকেও ছবি আনতে পারি ( বাসা আমার বাসার কাছে) । কিন্তু ছবির জন্য কি লিখিত অনুমতি লাগবে? সেটিও কি স্ক্যান করতে হবে? Munirhasan ১০:০৬, ২৫ নভেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

ছবির জন্য যদি ছবির মালিক অনুমতি প্রদান করেন, তাহলেই চলবে। লিখিত অনুমতি স্ক্যান করার দরকার নাই, কে অনুমতি দিয়েছেন, তা উল্লেখ করলেই আপাতত চলবে। ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ১০:৩২, ২৫ নভেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন
নিবন্ধটি সুন্দর। তথ্যসূত্র যোগ করতে পারলে আরো ভাল হবে। ধন্যবাদ--তারিফ এজাজ ১২:৫০, ৩ অক্টোবর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধের যে তথ্যগুলো আমি যুক্ত করেছি সেগুলো তাঁর বিভিন্ন বই এবং লেখা থেকে সংগ্রহ করেছি। ফলে একক কোনো সূত্রের নাম উল্লেখ করা মুশকিল। আমার নিজের তোলা তাঁর একটি ছবি আছে যেখানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের নবীনবরণ সভায় বক্তব্য রাখছেন। এ ধরনের ছবি কি এখানে দেয়া যায়? আর ছবি কীভাবে যোগ করতে হয় তা কি কেউ আমাকে বুঝিয়ে দেবেন?--গৌতম ০৩:৪৮, ৪ অক্টোবর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন


আপনার ছবিটি অবশ্যই দেয়া যাবে, সেটা আরো ভালো হবে। বাম দিকে আপলোডের লিংক আছে, সেখানে ছবি আপলোড করুন, এবং করার সময় ছবিটি আপনার তোলা সেটা বর্ণনার বক্সে লিখে দিন, লাইসেন্সের ব্যাপারটা আমরা দেখবো। ছবি সহ লিংক যোগের জন্য এখানে টিউটোরিয়াল পাবেন। যে তথ্যটি যেখান থেকে নিয়েছেন, ঐ বাক্যের পাশে সেই খানকার রেফারেন্স টানতে হবে। --রাগিব (আলাপ | অবদান) ০৪:২৬, ৪ অক্টোবর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

আজ আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিনের একটি ছবি আপলোড করলাম। আমার নিজের তোলা ছবি। কিন্তু অনেক দিনের পুরনো হওয়ায় কিছুটা খারাপ দেখাচ্ছে। ছবিটি সম্পাদনা করতে পারলে ভালো হত। ‌‌‌--গৌতম ০৪:৩৩, ৭ অক্টোবর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

অনেক আগে আমি আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিনের একটি ছবি আপলোড করেছিলাম। কিন্তু এখন সেটি খুঁজে পাচ্ছি না। মুছে ফেলা হয়েছে কিনা কে জানে? এটি কীভাবে খুঁজে বের করা যায়? ধন্যবাদ। গৌতম (আলাপ) ১৭:২৩, ৯ মে ২০১২ (ইউটিসি)উত্তর দিন
"আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন" পাতায় ফেরত যান।