আলাপ:আদম ও হাওয়া

সাম্প্রতিক মন্তব্য: Arafat Zayan কর্তৃক ১ বছর পূর্বে "ছবি টি পরিবর্তন করে দিন অথবা উঠিয়ে দিন।" অনুচ্ছেদে

আলোচনা সম্পাদনা

@Mahedi181: আদমহাওয়া নিয়ে পৃথক নিবন্ধ রয়েছে, এবং ইতিমধ্যে আদম (ইসলামের পয়গম্বর) নামে ইসলামি বিষয়েও নিবন্ধ রয়েছে। তাই আপনার এই নিবন্ধটি থাকা যৌক্তিক মনে হচ্ছেনা। ~ নাহিয়ান আলাপ ১৫:২৪, ৩ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Nahian~bnwiki: ইংরেজি উইকিপিডিয়াতে আদমহাওয়ার আলাদা নিবন্ধ থাকা সত্ত্বেও তাঁদের একত্রে একটি স্বতন্ত্র নিবন্ধ তৈরি করা রয়েছে। নিবন্ধটি এখনো পর্যন্ত ৫৫টি ভাষায় অনুবাদ করা হয়েছে বাংলা ছাড়া। আমি কেবল মাত্র সেটির অনুবাদ করছি। ধন্যবাদ।--এস এম মেহেদী হাসান (আলাপ) ১৫:৩৪, ৩ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Mahedi181: enwiki এমন প্রায়শই হয়; যেমন, শবে বরাত নিয়ে enwiki তে Shab-e-baratMid-Sha'ban নামে দুইটি পৃথক কিন্তু একই বিষয়বস্তু নিয়ে নিবন্ধ রয়েছে। আচ্ছা, ঠিক আছে। কাজ চালিয়ে যান, ধন্যবাদ। :) ~ নাহিয়ান আলাপ ১৬:০৪, ৩ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ছবি টি পরিবর্তন করে দিন অথবা উঠিয়ে দিন। সম্পাদনা

উপর্যুক্ত আদম ও হাওয়া আ এর নিবন্ধন টির মধে ব্যবহার করা ছবিটি মানানসই নয়। Arafat Zayan (আলাপ) ০৮:৫৯, ৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

"আদম ও হাওয়া" পাতায় ফেরত যান।