আলাপ:আখতারউজ্জামান

সাম্প্রতিক মন্তব্য: EditBangla কর্তৃক ৫ বছর পূর্বে "নিরপেক্ষণ করা প্রসঙ্গে" অনুচ্ছেদে

নামের বানান সম্পাদনা

@Akhteruzzamanvpducsu: এই ব্যক্তি নামের বানান সঠিক কোনটি? আখতারউজ্জামান না আখতারুজ্জামান? --আফতাব (আলাপ) ১৬:২৫, ১৩ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

নিরপেক্ষণ করা প্রসঙ্গে সম্পাদনা

@Moheen: ১৮-৯-২০১৮ তারিখে সংযুক্ত COI পতাকাটি অপসারণ করা হলো। এ পতাকার বক্তব্য ছিল “এ বিষয়ের সাথে এ নিবন্ধের মূল অবদানকারীর গভীর সম্পৃক্ততা রয়েছে বলে প্রতিয়মান হয়। উইকিপিডিয়ার কন্টেন্ট নীতিমালা বিশেষ করে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি অনুযায়ী হয়তো এই নিবন্ধে পরিছন্নতার প্রয়োজন রয়েছে। অনুগ্রহ করে আলাপের পাতায় আরও আলোচনা করুন।” - পড়লে দেখতে পাবেন ইতোমধ্যে নিরপেক্ষণ করা হয়েছে। অতিশোয়াক্তি বর্জন করা হয়েছে; অপ্রয়োজনীয় তথ্য বা বাক্য বা শব্দ অপসারণ করা হছে। এ মুহূর্তে এমন কোন তথ্য নেই প্রশ্নযোগ্য বা contestable। লক্ষ্যণীয় যে, যে সকল স্থলে প্রশ্নোত্থপনের সুযোগ রয়েয়ে সেখানে “তথ্যসূত্র প্রয়োজন” পতাকা সংযোজন করা হয়েছে। লেখক নির্বিশেষে COI পতাকা এ পর্যায়ে প্রাসঙ্গিক নয়। -EditBangla (আলাপ) ১২:৫৯, ২০ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

"আখতারউজ্জামান" পাতায় ফেরত যান।