আলাপ:অন্ধজনে দেহো আলো

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ১ বছর পূর্বে "জানুন/ অযথা হস্তক্ষেপ করবেন না" অনুচ্ছেদে

জানুন/ অযথা হস্তক্ষেপ করবেন না সম্পাদনা

অসংখ্য গানের পাতায় গানের কথা যুক্ত আছে। আপনি দয়া করে "অন্ধজনে দেহো আলো"-র পাতায় গানের কথা মুছবেন না। যদি মুুুছতে হয়, তবে অন্যান্য পাতায় আগে কথা মুুুছে আমার এই তৈরিকৃত পাতায় মুুছতে যাবেন, এর আগে নয়। জেনেশুনেই আমি গানের কথা যুক্ত করেছিলাম। আপনি অযথা হস্তক্ষেপ করা থেকে বিরত থাকুন। দেখুন: ১। ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ ২। আমার সোনার বাংলা ৩। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে ইত্যাদি। ধন্যবাদ..... Wikifulness (আলাপ) ১০:১৩, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Wikifulness এবং মারুফ ভাই, শুভেচ্ছা নেবেন। এই ধরনের গানগুলোর জন্য উইকিসংকলন রয়েছে। অন্ধজনে দেহো আলো, ও মন রমজানের ওই রোজার শেষে ও আগুনের পরশমনি নিবন্ধে গানের কথার দরকার নেই, সেগুলোতে উইকিসংকলনের লিংক দিয়ে দিলেই চলবে। সেগুলো মুছে দিন। আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে একই সাথে পাবলিক ডোমেইন ও বিশ্বকোষীয়। এটি মোছার প্রয়োজন নেই। — আদিভাইআলাপ১৪:০২, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
পুনশ্চঃ @Wikifulness দাদা, উইকিপিডিয়া একটি সম্মিলিত প্রকল্প। এখানে যেকোনোভাবে যে কেউ অবদান রাখতে পারে। যে কেউ উইকিপিডিয়ায় যেকোনো নিবন্ধে কাজ করতে পারেন, যদি সেটি নীতিমালা অনুসারে হয়। এখানে নিবন্ধের মালিকানা জাতীয় ইস্যু এনে "হস্তক্ষেপ করবেন না" জাতীয় শব্দ প্রয়োগ অনুচিত। আমি নিশ্চিত মারুফ ভাই আপনার কাজে বিঘ্ন ঘটাতে চাননি, বরং সাহায্য করতেই চেয়েছিলেন। শুভেচ্ছা। — আদিভাইআলাপ১৪:০৯, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017, আমার মনে হয় না গানের কথা মোছা উচিত। গানের নিবন্ধের সেই গানের কথা অবিশ্বকোষীয়, এটা আমার বোধগম্য নয়। গানের প্রথম ৮-১০টি লাইন নিবন্ধে থাকতে পারে। এছাড়া এগুলোর কপিরাইটও নেই। যদি কোন গান/কবিতা বিশাল হয়, সেই ক্ষেত্রে নিবন্ধে সেটির প্রথম কিছু লাইন দিয়ে বাকি অংশের জন্য উইকিসংকলনের লিঙ্ক দেওয়া যায়। আফতাবুজ্জামান (আলাপ) ১৪:১৭, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017 ভাই, আমারও সেই কথা। গানের কথা রাখা উচিত। ~ নোমান (আলাপঅবদান) ১৪:২২, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@MdaNoman, @আফতাবুজ্জামান ভাই, আমি কিন্তু @Meghmollar2017 ভাইয়ের সাথে একমত। হয়তো এই গানের কথাটা রাখা তেমন কোনো সমস্যা না। কিন্তু উইকিপিডিয়ায় মানুষ কোনো বিষয়ের তথ্যের জন্য আসে, গানের কথার জন্য নয়। গানের কথা কোনো বিশ্বকোষীয় বিষয় নয়। তাই সমস্যা না থাকলেও , বিশ্বকোষীয় নিয়ম ভঙ্গ করা উচিৎ হবে বলে আমার মনে হয় না। কারণ আজ যেমন @Wikifulness ভাই, কয়েকটি গানের তালিকা দিয়েছেন, কাল এই তালিকাতেই কেউ অন্ধজনে দেহো আলো যোগ করবেন, তারপর আরেকটি। এভাবে উইকিপিডিয়া তো এক সময় উইকিসংকলন হয়ে যাবে। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ১৪:৩১, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান, @MdaNoman, আমি এখন পর্যন্ত কোনো বিশ্বকোষে গানের কথা লিখা থাকতে দেখিনি। ইংরেজি উইকিপিডিয়ায় কয়েকটা নার্সারি রাইম ও লোকসঙ্গীতের নিবন্ধে ছড়া বা গানের কথা লেখা থাকে। আধুনিক গানের ক্ষেত্রে এই প্রবণতা দেখিনি। তাছাড়া উইকিসংকলনে গানের কথা আছেই। উইকিপিডিয়ার নিবন্ধে গানের কথা কেন লাগছে, আমার বোধগম্য নয়। — আদিভাইআলাপ১৪:৩৮, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017, আমি যতদূর দেখতে পাচ্ছি, সেখানে আধুনিক গানে কপিরাইটের কারণে গানের কথা দেওয়া হয় নাসূত্র (অনেকগুলোতে আবার ৩০ সেকেন্ডের অডিও দেওয়া), তবে পুরনো কপিরাইটহীন গানের বেশির ভাগ নিবন্ধে গানের কথা দেওয়া রয়েছে।
সর্বোপরি, গানের কথা দেওয়া হবে কি দেওয়া হবে না তা নির্ভর করে সম্পাদকের উপর। অনেক নিবন্ধে সেটির সম্পাদক গানের কথা দিয়েছে আবার অনেক নিবন্ধে সেটির সম্পাদক দেয় নি। আমার ঠিক মনে নেই, কোন একটা উক্তি এমন ছিল, একটা ছবি হাজার কথার সমান। আমরা নিবন্ধে একটা সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করছি, নিবন্ধে সেটির কিছু অংশ দিলে সেটি তো পাঠককে মূল সৃষ্টিকর্ম সম্পর্কে আরও ভালো ধারণা দিবে। গানের কথা অবিশ্বকোষীয় হতে পারে না। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:০৯, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান ভাই, আমি ইংরেজি উইকিপিডিয়ার গানের কথা সহ নিবন্ধ ওল্ড ড্যান টাকার, Advance Australia Fair খুঁজে পেয়েছি। এগুলোর উল্লেখ মূলত Wikipedia:Lyrics and poetry পাতায় উদাহরণ হিসাবে রয়েছে। এখন এই গানের কথাগুলো রাখা হয়েছে মূলত গানের কথা ব্যাখ্যা করার উদ্দেশ্যে, ঢালাও ভাবে নয়। কমপক্ষে কিছু ব্যাখ্যা তো করা হয়েছে গানের ভাবার্থ সম্পর্কে। কোথাও গানের প্রেক্ষাপট বলা হয়েছে। কিন্তু অন্ধজনে দেহো আলো নিবন্ধটিতে ছোট একটি ভূমিকাংশ ও গানের কথা ছাড়া আর কিছুই নেই। তাই আমার মনে হয় শুধু গানের কথা বিশ্বকোষীয় হলে, গদ্য, পদ্য, নাটক ইত্যাদি কেনো নয়? ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ১৬:০৮, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
ইংরেজি উইকিতে সব রকমের উদাহরণই পাওয়া যাবে। যেমন এখানে কোনও ব্যাখ্যা দেওয়া ছাড়াই পুরো গান তুলে দেওয়া হয়েছে। আমি পূর্বেই বলেছি, সর্বোপরি, গানের কথা দেওয়া হবে কি দেওয়া হবে না তা নির্ভর করে সম্পাদকের উপর। কেউ দিয়েছেন, কেউ দেননি।
গদ্য, পদ্য, নাটক ইত্যাদিতে প্রয়োজন হলে সেগুলো কিছু লাইন-উক্তি তুলে দেওয়া যেতে পারে, অবশ্যই, কেন নয়। তবে অবশ্যই তা পরিমাণ মত হতে হবে (কতটুকু? তা সম্পাদকের বিবেচনা)। আমি কখনো বলিনি বিশাল বিশাল গান, কবিতা পুরোটা তুলে দিতে। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩০, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান, উইকিপিডিয়া কোনো লিরিক্স ডাটাবেজ নয়। এটি অনুসারে An article about a song should provide information about authorship, date of publication, social impact, and so on. Quotations from a song should be kept to a reasonable length relative to the rest of the article, and used to facilitate discussion, or to illustrate the style; ... তাহলে শুধু শুধু কেন এই নিবন্ধগুলোর আকার বাড়াতে বিনা-কারণে লিরিক্স যুক্ত করা হবে? সাইলেন্ট ওরশিপের যে উদাহরণটি দিলেন, সেটি যথাযথভাবে রচনাশৈলী অনুসরণ করে না। তাহলে সেটি কি আমাদের জন্য উদাহরণ হতে পারে? — আদিভাইআলাপ১৬:৫৪, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017: WP:NOT#LYRICS বলছে, ... গানের কথা থেকে কোনো উদ্ধৃতি প্রদানকালে সেটি অবশ্যই যথাসম্ভব সংক্ষিপ্ত আকারে দিতে হবে। আমি ভুল না বুঝলে, নিয়ম গানের কথা লিখতে নিষিদ্ধ করছে না। তবে তা হতে হবে প্রাসঙ্গিক ও পরিমাণ মতো। উদাহরণস্বরূপ এটা হলো একটা গানের ডাটাবেজ, এখানে গানের কথা ও শিল্পীর নাম ছাড়া আর কোন তথ্য নেই। আমার মনে হয় না, অন্ধজনে দেহো আলোকে একই তুলনা দেওয়া চলে। এখানে গানের সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে (আরও দেওয়া উচিত) ও পাঠককে মূল সৃষ্টিকর্ম সম্পর্কে আরও ভালো ধারণা দিতে গানের কথা অন্তর্ভুক্ত করা হয়েছে। গানটিও অতি সংক্ষিপ্ত। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:০২, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"অন্ধজনে দেহো আলো" পাতায় ফেরত যান।