আলানিয়াস্পোর

একটি তুর্কি পেশাদার ফুটবল ক্লাব

আলানিয়াস্পোর (ইংরেজি: Alanyaspor) হচ্ছে আলানিয়া ভিত্তিক একটি তুর্কি পেশাদার ফুটবল ক্লাব।[] এই ক্লাবটি বর্তমানে তুরস্কের শীর্ষ স্তরের ফুটবল লিগ সুপার লিগে খেলে। এই ক্লাবটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। আলানিয়াস্পোর তাদের সকল হোম ম্যাচ আলানিয়ার বাহচেশেহির ওকুল্লারি স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১০,৮৪২। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন চায়দাশ আতান এবং সভাপতির দায়িত্ব পালন করছেন হাসান চাভুশোয়লু। তুর্কি মধ্যমাঠের খেলোয়াড় এফেজান কারাজা এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[]

আলানিয়াস্পোর
পূর্ণ নামআলানিয়াস্পোর
প্রতিষ্ঠিত১৯৪৮; ৭৬ বছর আগে (1948)
মাঠবাহচেশেহির ওকুল্লারি স্টেডিয়াম[]
ধারণক্ষমতা১০,৮৪২
সভাপতিতুরস্ক হাসান চাভুশোয়লু
ম্যানেজারতুরস্ক চায়দাশ আতান
লিগসুপার লিগ
২০১৯–২০৫ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, আলানিয়াস্পোর এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছে; যেটি হচ্ছে টিএফএফ তৃতীয় লিগ শিরোপা।

১. লিগ

২. লিগ

৩. লিগ

তুর্কি কাপ

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:আলানিয়াস্পোর