আলানিয়াস্পোর
একটি তুর্কি পেশাদার ফুটবল ক্লাব
আলানিয়াস্পোর (ইংরেজি: Alanyaspor) হচ্ছে আলানিয়া ভিত্তিক একটি তুর্কি পেশাদার ফুটবল ক্লাব।[২] এই ক্লাবটি বর্তমানে তুরস্কের শীর্ষ স্তরের ফুটবল লিগ সুপার লিগে খেলে। এই ক্লাবটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। আলানিয়াস্পোর তাদের সকল হোম ম্যাচ আলানিয়ার বাহচেশেহির ওকুল্লারি স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১০,৮৪২। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন চায়দাশ আতান এবং সভাপতির দায়িত্ব পালন করছেন হাসান চাভুশোয়লু। তুর্কি মধ্যমাঠের খেলোয়াড় এফেজান কারাজা এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৩]
পূর্ণ নাম | আলানিয়াস্পোর | |||
---|---|---|---|---|
প্রতিষ্ঠিত | ১৯৪৮ | |||
মাঠ | বাহচেশেহির ওকুল্লারি স্টেডিয়াম[১] | |||
ধারণক্ষমতা | ১০,৮৪২ | |||
সভাপতি | হাসান চাভুশোয়লু | |||
ম্যানেজার | চায়দাশ আতান | |||
লিগ | সুপার লিগ | |||
২০১৯–২০ | ৫ম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
ঘরোয়া ফুটবলে, আলানিয়াস্পোর এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছে; যেটি হচ্ছে টিএফএফ তৃতীয় লিগ শিরোপা।
অর্জন
সম্পাদনা- প্লে-অফ বিজয়ী: ২০১৫–১৬
- প্লে-অফ বিজয়ী: ২০১৩–১৪
- রানার-আপ: ২০১৯–২০
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "আলানিয়াস্পোরের স্টেডিয়াম"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২০।
- ↑ "আলানিয়াস্পোরের অবস্থান"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২০।
- ↑ "আলানিয়াস্পোরের বর্তমান মৌসুমের দল"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে আলানিয়াস্পোর সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- দাপ্তরিক ওয়েবসাইট (তুর্কি)