আলমগীরী মসজিদ
আলমগীরী মসজিদ বা অলীপুর শাহী মসজিদ[১] বাংলাদেশের চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ওলীপুর গ্রামে অবস্থিত ঐতিহাসিক মসজিদ। এর প্রবেশপথে নাস্তালিক লিপিতে ফারসি ভাষায় লেখা শিলালিপি থেকে জানা যায় যে, ১৬৯২ সালে আওরঙ্গজেবের শাসনামলে আবদুল্লাহ সামে একজন মসজিদটি নির্মাণ করেন।[২][৩]
আলমগীরী মসজিদ | |
---|---|
অলীপুর শাহী মসজিদ | |
ধর্ম | |
জেলা | চাঁদপুর জেলা |
অঞ্চল | চট্টগ্রাম |
মালিকানা | আওরঙ্গজেব |
পবিত্রীকৃত বছর | ১৬৯২ খ্রিঃ |
অবস্থা | সংরক্ষিত |
অবস্থান | |
অবস্থান | চাঁদপুর জেলা, বাংলাদেশ |
দেশ | বাংলাদেশ |
এলাকা | হাজীগঞ্জ |
স্থাপত্য | |
ধরন | মসজিদ |
সৃষ্টিকারী | আবদুল্লাহ |
সম্পূর্ণ হয় | ১৬৯২ খ্রিঃ |
বিনির্দেশ | |
ধারণক্ষমতা | ১,০০০ |
গম্বুজসমূহ | ৫টি |
মিনার | ১টি |
মিনারের উচ্চতা | ১০০ ফুট |
স্থানের এলাকা | (১৫.২৪ মি × ৮.২৩ মি) |
উপাদানসমূহ | ইট ও পাথর |
অবস্থান ও অবকাঠামো
সম্পাদনাচাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ওলীপুর গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত আলমগীরী মসজিদ। একই এলাকায় আরেকটি প্রাচীনতম শাহ শুজা মসজিদ রয়েছে। তবে আলমগীরী মসজিদএকাধিক সংস্কারের ফলে প্রাচীনতম কিছু বৈশিষ্ট্য হারিয়েছে।[৪]
একতলা বিশিষ্ট মসজিদটি একটি লম্বা মিনার ও চার কোনায় ছোট চারটি ও মাঝখানে বড় একটিসহ মোত পাঁচটি গম্বুজ রয়েছে। এর প্রধান প্রবেশপথের দুইপাশে বহির্গত খিলানসহ আরও দুটি প্রবেশপথ রয়েছে। উত্তর আর দক্ষিণের প্রতিটি দেয়ালে এক জোড়া খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে। পূর্বদিকে রয়েছে তিনটি এবং উত্তর ও দক্ষিণ দেয়ালে দুটি করে মসজিদটিতে সর্বমোট সাতটি খিলানপথ রয়েছে। এছাড়াও ইমারতের চার কোণে রয়েছে কলসাকৃতির গম্বুজ রয়েছে।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "এক নজরে হাজীগঞ্জ উপজেলা"। চাঁদপুর কণ্ঠ। জুন ২০১৪। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৯।
- ↑ "ধর্মীয় প্রতিষ্ঠান - হাজীগঞ্জ উপজেলা তথ্য বাতায়ন"। ১৯ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৯।
- ↑ এম.এ. বারি (২০১২)। "ওয়ালিপুর আলমগীরী মসজিদ"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "চাঁদপুরের হাজীগঞ্জে বাদশাহ আলমগীর মসজিদ"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৭।