আর৫৭০ (বাংলাদেশ)

বাংলাদেশের আঞ্চলিক মহাসড়ক

আর৫৭০ (আঞ্চলিক মহাসড়ক), হল বাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারী জেলায় অবস্থিত দক্ষিণ-উত্তরগামী একটি আঞ্চলিক মহাসড়ক, নীলফামারী জেলা শহরকে এন৫-এর সাথে সংযুক্ত করেছে। রাস্তাটি এন৫ থেকে নীলফামারী পর্যন্ত ১৫.৩৩ কিলোমিটার লম্বা এবং একটি দুই লেন বিশিষ্ট গুরুত্বপূর্ণ মহাসড়ক। ২০০১ সালে রাস্তাটি আঞ্চলিক মহাসড়ক হিসাবে নকশা করা হয়।

আঞ্চলিক সড়ক ৫৭০ shield}}
আঞ্চলিক সড়ক ৫৭০
সৈয়দপুর - নীলফামারী মহাসড়ক
মানচিত্র
পথের তথ্য
সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত
দৈর্ঘ্য১৫.৩৩ কিমি[] (৯.৫৩ মা)
প্রধান সংযোগস্থল
দক্ষিণ প্রান্ত: এন৫ (ওয়াপদা মোড়)
প্রধান সংযোগস্থল জেড৫০০৮ (দারোয়ানি)
উত্তর প্রান্ত: জেড৫৭০৭ (নীলফামারী চৌরাস্তা)
মহাসড়ক ব্যবস্থা
আর৫৬৯ আর৫৭১

রাস্তার বিবরণ

সম্পাদনা

রাস্তাটি সৈয়দপুর শহরের ৩ কিলোমিটার উত্তরে, সৈয়দপু গ্যাস টার্বাইন বিদ্যুৎ কেন্দ্রের পাশে এন৫ (সৈয়দপুর বাইপাস) এর একটি সংযোস্থল থেকে শুরু হয়েছে।[] এরপর রাস্তাটি উত্তরমুখী হয়ে বিদ্যুৎ কেন্দ্রের পাশদিয়ে এগিয়ে গেছে। আনুমানিক ২.৯ কিলোমিটার অতিক্রম করার পর টেলাপীর নামক স্থানে রাস্তাটি উত্তর-পশ্চিমে বাক নিয়ে কিছুদুর এগিয়ে গিয়ে আবার উত্তরমুখী হয়ে প্রায় ৬ কিলোমিটার পর উত্তরা ইপিজেড সংযোগ সড়কের সাথে সংযোগ স্থাপন করে। রাস্তাটি সমান্তরালভাবে আরও প্রায় ৩ কিলোমিটারের মধ্যে কয়েকটি বাজার অতিক্রম করার পর দারোয়ানী নামক স্থানে জেড ৫০০৮ এর সাথে সংযোগ স্থাপন করেছে। উত্তরমুখী হয়ে আর ৩ কিলোমিটার এগিয়ে নীলফামারী বাস টার্মিনাল ও তিস্তা সেচ প্রকল্পের সেচখাল অতিক্রম করে জেড ৫৭০৯-এর সাথে সংযোগ স্থাপন করে এবং উত্তর-পশ্চিমদিকে বাক নিয়ে নীলফামারী শহরের দিকে এগিয়ে যায়। এরপর রাস্তাটি নীলফামারী শহরের মধ্য বরাবর ডাকঘর ও সোনালী ব্যাংকের সামনে চৌরাস্তা সৃষ্টি করে শেষ হয়েছে।[] এরপর রাস্তাটি জেলা সড়ক জেড ৫৭০৭ হিসাবে ডোমারডিমলার দিকে এগিয়ে গেছে।

প্রধান সংযোগস্থলসমূহ

সম্পাদনা

সম্পূর্ণ রাস্তাটি নীলফামারী জেলাতে অবস্থিত।

অবস্থান মাইল কি.মি. গন্তব্য টীকা
সৈয়দপুর উপজেলা ০.০০ ০.০০   এন৫ (সৈয়দপুর)
নীলফামারী শহর

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "OnlineRoadNetwork R570"। সড়ক ও জনপথ অধিদপ্তর। ৭ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৭ 
  2. RHD ROAD NETWORK, Nilphamari Division [সওজ সড়ক নেটওয়ার্ক, নীলফামারী বিভাগ] (মানচিত্র) (ইংরেজি ভাষায়)। সড়ক ও জনপথ অধিদপ্তর। ৮ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল (pdf) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা