আরোহী (১৯৬৪-এর চলচ্চিত্র)
আরোহী তপন সিংহ পরিচালিত ১৯৬৪ সালের বাংলা ভাষার ভারতীয় নাট্য চলচ্চিত্র। বনফুলের অর্জুনকাকা গল্প অবলম্বনে এর চিত্রনাট্য লিখেন তপন সিংহ। এতে পরাধীন ভারতে একজন প্রবাসী বাঙালির জীবনের গল্প চিত্রিত হয়েছে।[১] অসীম পাল প্রোডাকশনসের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেন অসীম পাল। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন কালী বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায়, অজিতেশ বন্দ্যোপাধ্যায় ও ছায়া দেবী।[২] চলচ্চিত্রটির সঙ্গীতায়োজন করেন হেমন্ত মুখোপাধ্যায়।[৩]
আরোহী | |
---|---|
পরিচালক | তপন সিংহ |
প্রযোজক | অসীম পাল |
চিত্রনাট্যকার | তপন সিংহ |
উৎস | বনফুল কর্তৃক অর্জুনকাকা |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | হেমন্ত মুখোপাধ্যায় |
চিত্রগ্রাহক | বিমল মুখোপাধ্যায় |
সম্পাদক | সুবোধ রায় |
প্রযোজনা কোম্পানি | অসীম পাল প্রোডাকশনস্ |
পরিবেশক | গোল্ডউইন পিকচার্স |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ১৯৬৪ সালের ৪ঠা সেপ্টেম্বর মুক্তি পায়। এটি ১২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ বাংলা ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য রাষ্ট্রপতির রৌপ্যপদক-সহ দুটি পুরস্কার[৪] ও ২৮তম বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কারে ২য় শ্রেষ্ঠ ভারতীয় চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী (ছায়া) বিভাগে পুরস্কার অর্জন করে।[৫]
অভিনয়শিল্পীদল
সম্পাদনা- কালী বন্দ্যোপাধ্যায়
- বিকাশ রায়
- অজিতেশ বন্দ্যোপাধ্যায়
- ছায়া দেবী
- দিলীপ রায়
- জহর রায়
- শ্যাম লাহা
- রবি ঘোষ
- শিপ্রা মিত্র
- তপন ভট্টাচার্য
- দোলনচাঁপা দাশগুপ্ত
- অজয় গঙ্গোপাধ্যায়
সঙ্গীত
সম্পাদনাআরোহী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন হেমন্ত মুখোপাধ্যায়। গীত রচনা করেন দ্বিজেন্দ্রলাল রায় ও গৌরীপ্রসন্ন মজুমদার।[৩]
পুরস্কার
সম্পাদনাবছর | পুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|---|
১৯৬৫ | ১২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ বাংলা ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য রাষ্ট্রপতির রৌপ্যপদক | তপন সিংহ, অসীম পাল | বিজয়ী | [৪] |
শ্রেষ্ঠ গল্পলেখকের জন্য সর্বভারতীয় মেধার সনদ | বনফুল | বিজয়ী | |||
২৮তম বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার | ২য় শ্রেষ্ঠ ভারতীয় চলচ্চিত্র | আরোহী | বিজয়ী | [৫] | |
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | ছায়া দেবী | বিজয়ী |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ সেন, শিলাদিত্য (১ অক্টোবর ২০১৪)। "গোষ্ঠীবদ্ধ লড়াইয়ে তাঁর আস্থা ছিল না"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২৪।
- ↑ "Aarohi"। দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২৪।
- ↑ ক খ "আরোহী (১৯৬৪)"। বাংলাসিনেমা১০০। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২৪।
- ↑ ক খ "12th National Film Awards"। ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২৫ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২৪।
- ↑ ক খ "28th Annual BFJA Awards"। বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার। ৮ জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে আরোহী (ইংরেজি)