আরিস থেসালোনিকি ফুটবল ক্লাব

আরিস থেসালোনিকি ফুটবল ক্লাব (গ্রিক: ΠΑΕ Άρης, ইংরেজি: PAOK FC;[৩] এছাড়াও আরিস থেসালোনিকি এফসি অথবা শুধুমাত্র আরিস থেসালোনিকি নামে পরিচিত) হচ্ছে থেসালোনিকি ভিত্তিক একটি গ্রিক পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে গ্রিসের শীর্ষ স্তরের ফুটবল লীগ সুপার লীগ গ্রিসে খেলে। এই ক্লাবটি ১৯১৪ সালের ২৫শে মার্চ তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। আরিস থেসালোনিকি তাদের সকল হোম ম্যাচ থেসালোনিকির ক্লেয়ান্থিস ভিকেলিদিস স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২৩,০০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মাইকেল ওয়েনিং এবং সভাপতির দায়িত্ব পালন করছেন থেওদোরোস কারিপিদিস। গ্রিক রক্ষণভাগের খেলোয়াড় ইয়ের্গিয়স দেলিজিসিস এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

আরিস
আরিস থেসালোনিকি ফুটবল ক্লাব লোগো.svg
পূর্ণ নামআরিস থেসালোনিকি ফুটবল ক্লাব
ডাকনাম
  • Θεός του πολέμου
    থেয়স তু পোলেমু (যুদ্ধের দেবতা)
  • Κιτρινόμαυροι
    কিত্রিনোমাভরোই (হলুদ-কালো)
সংক্ষিপ্ত নামএআরআই
প্রতিষ্ঠিত২৫ মার্চ ১৯১৪; ১০৮ বছর আগে (1914-03-25)
স্টেডিয়ামক্লেয়ান্থিস ভিকেলিদিস স্টেডিয়াম
ধারণক্ষমতা২৩,০০০[১]
মালিকআমানি সুইস লিমিটেড (৮৯.৯৩%)[২]
সভাপতিগ্রিস থেওদোরোস কারিপিদিস
প্রধান কোচপশ্চিম জার্মানি মাইকেল ওয়েনিং
লিগসুপার লীগ গ্রিস
২০১৮–১৯৫ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, আরিস থেসালোনিকি এপর্যন্ত ৭টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৩টি সুপার লীগ গ্রিস, ১টি দ্বিতীয় বিভাগ, ১টি তৃতীয় বিভাগ, ১টি গ্রিক ফুটবল কাপ এবং ১টি বৃহত্তর গ্রিস কাপ শিরোপা রয়েছে।

অর্জনসম্পাদনা

ঘরোয়াসম্পাদনা

সুপার লীগ গ্রিস

দ্বিতীয় বিভাগ গ্রিস

তৃতীয় বিভাগ গ্রিস

গ্রিক ফুটবল কাপ

বৃহত্তর গ্রিস কাপ

তথ্যসূত্রসম্পাদনা

বহিঃসংযোগসম্পাদনা

টেমপ্লেট:আরিস থেসালোনিকি ফুটবল ক্লাব টেমপ্লেট:সুপার লীগ গ্রিস