আরেফিন রুমি

বাংলাদেশী গায়ক
(আরিফিন রুমি থেকে পুনর্নির্দেশিত)

আরফিন রুমি (২৩ সেপ্টেম্বর ১৯৮৭)[তথ্যসূত্র প্রয়োজন] একজন বাংলাদেশী গায়ক, সুরকার এবং সংঙ্গীত পরিচালক। তার ৩০ টিরও বেশি অ্যালবাম, একক এবং মিশ্র কাজ মুক্তি পেয়েছে। তিনি বাংলাদেশে জনপ্রিয় শিল্পীদের মধ্যে একজন। ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত তার অনেকগুলো জনপ্রিয় বাংলা গান প্রকাশিত হয়েছে।

আরফিন রুমি
জন্ম
শাহ্ মোহাম্মদ আরফিন রুমি

(1987-09-23) ২৩ সেপ্টেম্বর ১৯৮৭ (বয়স ৩৭)[তথ্যসূত্র প্রয়োজন]
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ব বাংলাদেশ
পেশাসংগীতশিল্পী, সুরকার, গীতিকার সংঙ্গীত পরিচালক
কর্মজীবন২০০৮ - বর্তমান
দাম্পত্য সঙ্গীলামিয়া ইসলাম অনন্যা (তালাক), কামরুন্নেসা
সন্তানআরিয়ান
পুরস্কারমেরিল-প্রথম আলো পুরস্কার ২০১১, শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (পুরুষ) কোকাকলা শ্রেষ্ঠ সংঙ্গীত পরিচালক ২০১০। কোকাকোলা শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী ২০০৯, ২০১১, ২০১৩।
সঙ্গীত কর্মজীবন
উদ্ভবঢাকা
ধরনক্লাসিক্যাল, আধুনিক, পপ
বাদ্যযন্ত্রকন্ঠ, কি-বোর্ড, পিয়ানো, গিটার
লেবেলসিডি চয়েজ, লেজার ভিশন

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

আরেফিন রুমি ১৯৮৭ সালের ২৩ সেপ্টেম্বর ঢাকার মোহাম্মদপুরে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেন। পরবর্তীতে তিনি কলেজে পড়াকালীন সময় একাধিক ক্রিকেট ক্লাবের হয়ে খেলেন। ছোটবেলায় তিনি় তার মায়ের কাছ থেকে গান শিখেন। হাবিব ওয়াহিদফুয়াদ আল মুক্তাদির ছিল প্রেরণার উৎস। গানের জগতে আসার আগেই ২০০৬ সালে মডেলিং শুরু করেন রুমি। তিনি হাবিব ওয়াহিদ এবং ফুয়াদ আল মুক্তাদিরের কাছে অডিও ইনজিনিয়ারিং শেখেন।[]

কর্মজীবন

সম্পাদনা

একক অ্যালবাম

সম্পাদনা
বছর অ্যালবাম সহ-শিল্পী সঙ্গীত নির্দেশক গীতিকার
২০০৮ আরফিন রুমি অনন্যা আরফিন রুমি অনুরূপ আইচ, ফুয়াদ হাসান, শাকি আহমেদ, শুভ, রোজ ও আরফিন রুমি
২০০৯ এসোনা শিতি সাহা আরফিন রুমি অনুরূপ আইচ, ফুয়াদ হাসান, সুমী, আফরিন জেসিকা, গুঞ্জন চৌধুরী, ফয়সাল ও আরফিন রুমি
২০১১ ভালোবাসি তোমায় ন্যান্সি, শুভমিতা, খেয়া ও পড়শী আরফিন রুমি অনুরূপ আইচ, জাহিদ আকবর, রবিউল ইসলাম জীবন, শফিক তুহিন, সোহেল আরমান ও এটিএম মুশফিকুর রহমান
২০১৩ পরজনম পড়শী, খেয়া, পূজা ও নাওমি আরফিন রুমি আরিফিন রুমি
২০১৫ কিছু কথা আকাশে পাঠাও নদী আরফিন রুমি জাহিদ আকবর, নাসিমা আখতার ও আরফিন রুমি
২০১৬ তোমারি নামে পড়শী ও শেনাজ আরফিন রুমি ফয়সাল রাব্বিকিন
২০১৬ সত্যি করে বল পড়শী ও ওইশী আরফিন রুমি জাহিদ আকবর ও ফয়সাল রাব্বিকিন

চলচ্চিত্রে অভিনয়

সম্পাদনা
  • ছায়াছবি (২০১৩)
  • জান্নাত (আসছে)[]

পুরস্কার

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. বাংলাদেশ প্রতিদিন (জানুয়ারি ১, ২০১৮)। "ভিন্নরুপে আরফিন রুমি"www.bd-pratidin.com 
  2. "এবার রুপালি পর্দায় আসছেন আরফিন রুমি"thedhakatimes.com 
  3. প্রথম আলো (এপ্রিল ১৭, ২০১৪)। "মেরিল প্রথম আলো পুরস্কার ২০১৩"m.prothomalo.com [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]