আরাম বানু বেগম
আরাম বানু বেগম (২২ ডিসেম্বর, ১৫৮৪–আনু.১৭ জুন, ১৬২৪) একজন মোগল রাজকন্যা। তিনি সম্রাট আকবরের সর্বকনিষ্ঠ কন্যা। তার মায়ের নাম বিবি দৌলত শাদ। দৌলত শাদ শাকর-উন-নেসা বেগমেরও মা।[১] আরাম বানু ছিলেন সম্রাট জাহাঙ্গীরের ছোট বোন, তবে তাদের মা ছিলেন আলাদা।
আরাম বানু বেগম | |
---|---|
রাজকুমারী | |
জন্ম | ২২ ডিসেম্বর, ১৫৮৪ ফতেহপুর সিক্রি, আগ্রা, ভারত |
মৃত্যু | আনু. ১৭ জুন ১৬২৪ | (বয়স ৩৯)
রাজবংশ | তৈমুরি রাজবংশ |
পিতা | সম্রাট আকবর |
মাতা | বিবি দৌলত শাদ |
ধর্ম | ইসলাম |
জীবন
সম্পাদনাআরাম বানু বেগমের জন্ম ১৫৮৪ সালের ডিসেম্বর মাসে ভারতের আগ্রা-তে।[২] তার নাম "আরাম বানু" রেখেছিলেন স্বয়ং সম্রাট আকবর। বলা হয়ে থাকে তার জন্ম "শাহেনশাহর হারেমকে মহিমান্বিত করেছে ... এবং বিশ্বের মহান শাসকেরা তাকে মহান নাম দিয়েছেন।" [৩] আরাম বানু বেগম ছিলেন খুব চঞ্চল এবং বদরাগী।[৪]
সম্রাট আকবর তার কন্যার প্রতি অত্যন্ত সদয় ছিলেন, তাই তিনি তার "অশোভন আচরণকেও শোভন" বলতেন।[৫] তিনি বারবার তার বড় ভাই সেলিমকে বলতেন যেন তিনিও আরাম বানুর প্রতি সদয় আচরণ করে।[৬] আরাম বানুর বড় বোন শাকর-উন-নেসা বেগম। তাদের মা একজনই ছিলেন।[৬] শাকর-উন-নেসা বেগমকে জাহাঙ্গীর অনেক পছন্দ করতেন।[৭]
কিছু সূত্র থেকে জানা যায় যে, তিনি মির্জা আব্দুর রহিমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।[৮] তবে তুজক-ই-জাহাঙ্গীরী তে বলা হয়েছে যে তিনি জাহাঙ্গীরের শাসনামলে অবিবাহিত অবস্থায় মারা যান। [৬]
মরণ
সম্পাদনাআরাম বানু বেগম মারা গেছেন আনুমানিক ১৭ জুন, ১৬২৪ সালে। তখন তার বয়স হয়েছিলো ৩৯ বছর।জাহাঙ্গীরনামায় তার মৃত্যুর বর্ণনা দিয়ে বলা হয়েছে যে, "তাঁকে সম্রাট আকবর অনেক ভালোবাসতেন।"[৭] তাকে আগ্রার সিকান্দ্রাতে তার পিতার সমাধিতে দাফন করা হয়েছিল।[৯]
স্বীকৃতি
সম্পাদনা- আরাম বানু বেগম বার্ট্রিস স্মলের উপন্যাস বন্য জেসমিন (২০১১) এর একটি চরিত্র হিসেবে তুলে ধরা হয়।[১০]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Moosvi, Shireen (২০০৮)। People, taxation, and trade in Mughal India। Oxford University Press। পৃষ্ঠা 114। আইএসবিএন 9780195693157।
- ↑ Burke, S. M. (১৯৮৯)। Akbar: The Greatest Mogul (ইংরেজি ভাষায়)। Munshiram Manoharlal Publishers। পৃষ্ঠা 144।
- ↑ Lal, Ruby (২০০৫)। Domesticity and power in the early Mughal world। Cambridge University Press। পৃষ্ঠা 187। আইএসবিএন 9780521850223।
- ↑ Eraly, Abraham (২০০৭)। Emperors Of The Peacock Throne: The Saga of the Great Moghuls। Penguin UK। আইএসবিএন 935118093X।
- ↑ Chaudhry, Nazir Ahmad (২০০২)। Anarkali : archives and tomb of Sahib Jamal : a study in perspective। Sang-e-Meel Publications। পৃষ্ঠা 58। আইএসবিএন 9789693513844।
- ↑ ক খ গ Hindustan), Jahangir (Emperor of। The Tūzuk-i-Jahāngīrī: or, Memoirs of Jāhāngīr (ইংরেজি ভাষায়)। Munshiram Manoharlal। পৃষ্ঠা 36–37।
- ↑ ক খ transl.; ed., (১৯৯৯)। The Jahangirnama : memoirs of Jahangir, Emperor of India। Oxford Univ. Press। পৃষ্ঠা 21, 423। আইএসবিএন 9780195127188।
- ↑ Lal, K.S. (১৯৮৮)। The Mughal harem। Aditya Prakashan। পৃষ্ঠা 116। আইএসবিএন 9788185179032।
- ↑ Bhopal), Shāh Jahān̲ Begam (Nawab of। The Táj-ul Ikbál Tárikh Bhopal, Or, The History of Bhopal (ইংরেজি ভাষায়)। Thacker, Spink। পৃষ্ঠা 89।
- ↑ Small, Bertrice (২০১১)। Wild Jasmine (Unabridged. সংস্করণ)। Random House। আইএসবিএন 9780307794857।