আকবরের সমাধিসৌধ
ভারতের আগ্রা নগরীর সিকান্দরে মুঘল সম্রাট আকবরের সমাধি
আকবরের সমাধিসৌধ মুঘল স্থাপত্যের একটি অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। ৪৮ হেক্টর (১১৯ একর) জমির ওপর স্থাপিত সমাধিসৌধটি ভারতের উত্তর প্রদেশের আগ্রার শহরতলী সিকান্দ্রাতে অবস্থিত। ১৬০৫ সালে সমাধিসৌধটির নির্মাণ কাজ শুরু হয় এবং ১৬১৩ সালে নির্মাণ সম্পন্ন হয়।
আকবরের সমাধিসৌধ | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
প্রদেশ | উত্তর প্রদেশ |
যাজকীয় বা সাংগঠনিক অবস্থা | সমাধি |
নেতৃত্ব | জাহাঙ্গীর |
পবিত্রীকৃত বছর | ১৬০৫ |
অবস্থান | |
অবস্থান | আগ্রা, উত্তর প্রদেশ, ভারত |
স্থাপত্য | |
ধরন | সমাধিসৌধ |
স্থাপত্য শৈলী | ইসলামি স্থাপত্য, মুঘলl |
সম্পূর্ণ হয় | ১৬১৩ |
উপাদানসমূহ | মার্বেল, ভারতীয় রেডস্টোন, ইট |
ইতিহাস
সম্পাদনাএই অনুচ্ছেদটি খালি। আপনি এখানে যোগ করে সাহায্য করতে পারেন। |
অবস্থান
সম্পাদনাবর্তমান ভারতের আগ্রা হতে প্রায় ৬.৫ কি.মি. পশ্চিমে সিকান্দ্রায় (স্থানের নামা) নির্মিত আকবরের সমাধিসৌধ। শুরুটা আকবর নিজে করলেও, সমাপ্ত করেন জাহাঙ্গীর।[তথ্যসূত্র প্রয়োজন]
স্থাপত্যশৈলী
সম্পাদনাআকবরের বিরাট ব্যক্তিত্ব যেখানে শায়িত তার স্থাপত্যিক বৈশিষ্ট্য অনন্য। এখানকার নকশা আড়ম্বরপূর্ণ না হলেও বিরাট একটা এলাকার মাঝখানে অবস্থিত। মূল সসমাধিসৌধ বর্গাকার নকশায় উদ্যানের মাঝখানে নির্মিত হয়েছে। বহি:স্থ দেয়ালের ঠিক মাঝখানে প্রবেশপথ রয়েছে।
গ্যালারী
সম্পাদনা-
আকবরের সমাধি কমপ্লেক্সে একটি নামহীন লোদী সমাধি।
-
সমাধিসৌধের সম্মুখভ
-
অভ্যন্তরীণ দৃশ্য
-
সমাধিসৌধের ভেতর হতে দক্ষিণ ফটকের দৃশ্য।
-
১৯০৫ সালের ছবিতে আকবরের সমাধি।
-
সমাধিসৌধের ভেতর দিক হতে কমপ্লেক্সের প্রধান ফটক।
-
সমাধির উপরের ছাদ
-
দক্ষিণ ফটকের ওপর বাঁধান কারুকার্য
-
কারুকার্য
-
মূল সমাধি কক্ষের প্রবেশপথের উপরে ক্যালিগ্রাফি
-
সমাধির ভিত্তিপ্রস্থের নিচে অবস্থিত আকবরের মূল সমাধি।
-
হারেম হিসেবে ব্যবহৃত জাহাঙ্গীরের নির্মিত খাসমহল, পরে শিকারীদের বাসস্থান হিসাবে ব্যবহৃত হয়
-
সমাধির অভ্যন্তরীণ কারুকার্য।
-
মূল সমাধিসৌধের (অভ্যন্তরীণ খুঁটিনাটি) প্রবেশ তোরণ
তথ্যসূত্র
সম্পাদনাআরো পড়ুন
সম্পাদনা- Keene, Henry George (1899, Sixth ed.)। "Sikandra"। A Handbook for Visitors to Agra and Its Neighbourhood। Thacker, Spink & Co.। পৃষ্ঠা 43। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - Havell, Ernest Binfield (১৯০৪)। "Sikandra"। A Handbook to Agra and the Taj, Sikandra, Fatehpur-Sikri, and the Neighbourhood। Longmans, Green & Co., London।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে আকবরের সমাধিসৌধ সংক্রান্ত মিডিয়া রয়েছে।