আমির হোসেন খান

বাংলাদেশী শিক্ষাবিদ ও অধ্যাপক

আমির হোসেন খান একজন বাংলাদেশী পদার্থবিজ্ঞানী, শিক্ষাবিদ, লেখক ও অধ্যাপক ছিলেন। তিনি দীর্ঘদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। উচ্চমাধ্যমিক স্তরের পদার্থবিজ্ঞান পাঠ্যপুস্তক রচনা করে তিনি খ্যাতি অর্জন করেন।

অধ্যাপক ড.
আমির হোসেন খান
উপাচার্য
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
২৩ নভেম্বর ২০০৯ – ২২ নভেম্বর ২০১৩[১]
চ্যান্সেলরজিল্লুর রহমান
পূর্বসূরীএ এইচ এম জেহাদুল করিম
উত্তরসূরীআলী আশরাফ
ব্যক্তিগত বিবরণ
মৃত্যু১৪ মার্চ ২০২৪(2024-03-14) (বয়স ৭৯–৮০)[২]
ঢাকা, বাংলাদেশ
মৃত্যুর কারণনিউমোনিয়া
জাতীয়তাবাংলাদেশী
সন্তান১ ছেলে ও ১ মেয়ে
পেশাপদার্থবিজ্ঞানী, শিক্ষাবিদ, লেখক ও অধ্যাপক
ধর্মইসলাম

কর্মজীবন সম্পাদনা

আমির হোসেন খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। ১৯৯৯ সালে তিনি বিশ্ববিদ্যালয়টির ছাত্র কল্যাণ ও কাউন্সেলিং কেন্দ্রের পরিচালক নিযুক্ত হন।[৩] ২০০৯ সালের ২৩ নভেম্বর বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি তাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত করেন। ২০১৩ সালের ২২ নভেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন এবং এরপর আলী আশরাফ তার স্থলাভিষিক্ত হন।[১] তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের একজন সদস্য ছিলেন।[৪]

উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য তিনি মোহাম্মদ ইসহাক ও মো. নজরুল ইসলামের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞান ১ম ও ২য় পত্রের পাঠ্যপুস্তক রচনা করেন।[৫]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

আমির হোসেন খানের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। তার ছেলে আসিফ হোসেন খান একজন অধ্যাপক।[৬][৭]

মৃত্যু সম্পাদনা

আমির হোসেন খান ২০২৪ সালের ১৪ মার্চ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঠে ও অরুণা পল্লী জামে মসজিদে জানাজা শেষে তাকে অরুণা পল্লী কবরস্থানে দাফন করা হয়।[৬][৭]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Vice Chancellors of the University Since 2006"কুমিল্লা বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। ৪ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুন ২০২১ 
  2. "কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমির হোসেন খান আর নেই"বাংলাদেশ সংবাদ সংস্থা। ১৪ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২৪ 
  3. "6 new provosts of JU halls appointed"ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৭ জানুয়ারি ১৯৯৯। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০৭ 
  4. "Administration"মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০৭ 
  5. "ড. আমির হোসেন খান এর বই"রকমারি। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০৭ 
  6. "কুবির সাবেক উপাচার্য অধ্যাপক আমির হোসেন খান আর নেই"বাংলাদেশ প্রতিদিন। ১৪ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২৪ 
  7. "Ex-VC of CoU Amir Hossain Khan dies"নিউ এইজ (ইংরেজি ভাষায়)। ১৫ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২৪