আমির আলী বাংলা সাহিত্যের মধ্যযুগ-এর একজন উল্লেখযোগ্য বাঙালি কবি। তিনি অষ্টাদশ শতাব্দীর মুসলিম সাহিত্যিক ছিলেন। আমির আলী মোগল আমলে সরকার-ই-বাকলা অঞ্চলের (বর্তমান বরিশাল বিভাগের) চাখার গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি প্রধানত ইসলামী কবি ছিলেন। তার বিখ্যাত পুঁথির নাম হল রসুলের মেরাজ গমন[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. সিরাজ উদদীন আহমেদ (২০১০)। "আমির আলী"। বরিশাল বিভাগের ইতিহাসঢাকা: ভাস্কর প্রকাশনী।