সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ
সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ বা আমর বিল-মারুফ ওয়া নাহি আনিল মুনকার (আরবি: الأمر بالمَعْرُوف والنَهي عن المُنْكَر, প্রতিবর্ণীকৃত: আল আম্র বিল মা'আরুফ ওয়া আননাহয়ি আন আলমুনকার) হলো ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ বাক্য। ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কুরআনে বিষয়ভাবে উল্লেখ করা হয়েছে, হে লোক সকল তোমরা তোমরা তোমার অনুসারীদের সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজের নিষেধ কর। এবং অন্যকে সরল পথ অবলম্বন করতে এবং নিন্দনীয় কাজ থেকে বিরত থাকতে ইতিবাচক ভূমিকা পালন কর।[১][২]
কিছু কুরআনের উদাহরণ
সম্পাদনা- আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত, যারা সৎকাজের প্রতি আহ্বান করবে, নির্দেশ করবে ভাল কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে। আর তারাই হল সফলকাম।
বিকল্প অনুবাদ:
- আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয়, যারা কল্যাণের প্রতি আহবান করবে, ভাল কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। আর তারাই সফলকাম।[১]
- তোমরাই হলে সর্বোত্তম উম্মত,যাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। তোমরা ভাল কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বারণ করবে, আর আল্লাহর প্রতি ঈমান পোষণ করবে। আর যদি আহলে কিতাব ঈমান আনত, তবে অবশ্যই তা তাদের জন্য কল্যাণকর হত। তাদের কতক ঈমানদার। তাদের অধিকাংশই ফাসিক।
বিকল্প অনুবাদ:
- তোমরাই সর্বোত্তম উম্মাত, মানবজাতির (সর্বাত্মক কল্যাণের) জন্য তোমাদের আবির্ভুত করা হয়েছে, তোমরা সৎকাজের আদেশ দাও এবং অসৎ কাজ হতে নিষেধ কর ও আল্লাহর প্রতি ঈমান রক্ষা করে চল। যদি আহলে কিতাব ঈমান আনত, তাহলে নিশ্চয়ই তাদের জন্য ভাল হত, তাদের মধ্যে কেউ কেউ মু’মিন এবং তাদের অধিকাংশই ফাসেক।[১]
অন্যান্য উদাহরণের মধ্যে রয়েছে:
হাদিসের উদাহরণ
সম্পাদনাআবু সাইদ আল খুদরী বর্ণনা করেছেন যে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি গর্হিত-মন্দ কাজ হতে দেখবে সে যেন তা আপন হাত দ্বারা প্রতিহত করে। যদি তার সামর্থ্য না থাকে তবে মুখ দ্বারা। তাও যদি সম্ভব না হয় তবে হৃদয়ে ঐ মন্দ কর্মের প্রতি ঘৃণিত ভাব পোষণ করবে। আর এটাই হচ্ছে ঈমানের দুর্বল স্তর।[২][৩][৪]
ব্যাখ্যা
সম্পাদনাতোমরাই সর্বোৎকৃষ্ট উম্মত। তোমাদের আবির্ভাব হয়েছে মানবজাতির জন্য। তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহকে বিশ্বাস করো (সূরা আল-ইমরান : ১১০)।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ Rahim, MBE, Husein A; Sheriff, Ali Mohamedjaffer (১৯৯৩)। Guidance From Qur'an। Khoja Shia Ithna-asheri Supreme Council। পৃষ্ঠা 102–104।
- ↑ ক খ Sultan, Sohaib (২০০৪)। The Koran For Dummies। Wiley Publishing, Inc.। পৃষ্ঠা 238–240, 246–247। আইএসবিএন 9780764555817।
- ↑ A.C. Brown, Jonathan (২০১৪)। "4. Clinging to the Canon in a Ruptured World"। Misquoting Muhammad: The Challenge and Choices of Interpreting the Prophet's Legacy। Oneworld Publications। পৃষ্ঠা 130। আইএসবিএন 978-1780744209।
- ↑ Fatawa Hindiyya / Fatawa Alamgiri, Dar el-Fekr, Beirut, 1310 A.H. vol.5 p.353. Quote: "Commanding the good with hand is for those in position of political authority, with tongue it is for the scholars and with the heart it for the laymen."
বহিঃসংযোগ
সম্পাদনা- আমর-বিল-মারুফ
- Rahim, Husein A.; Sheriff, Ali Mohamedjaffer (১৯৯৩)। Guidance From Qur'an। Khoja Shia Ithna-asheri Supreme Council।
- Ibn, Taymiyyah (২০০৭-১২-০৭)। Public Duties in Islam: Institution of the Hisba by Ibn Taymiyyah (Author), Ibn Taymiyah (Author), M. Holland (Translator) (First সংস্করণ)। আইএসবিএন 978-0860371137।
- Cook, Michael (২০১০-০২-১১)। Commanding Right and Forbidding Wrong in Islamic Thought (Reissue সংস্করণ)। Cambridge University Press। আইএসবিএন 978-0-521-13093-6।