আব্দুস শাকুর (চিত্রশিল্পী)

বাংলাদেশী চিত্রশিল্পী

আব্দুস শাকুর (জন্মঃ ৩১ ডিসেম্বর ১৯৪৭) হলেন বাংলাদেশের একজন স্বনামধন্য চিত্রশিল্পী।

আব্দুস শাকুর
Abdus Shakoor - 20090525.jpg
আব্দুস শাকুর
জন্ম(১৯৪৭-১২-৩১)৩১ ডিসেম্বর ১৯৪৭
জাতীয়তাবাংলাদেশী
পরিচিতির কারণচিত্রকলা, ক্যালিগ্রাফী[১]

শৈশবসম্পাদনা

আব্দুস শাকুর ১৯৪৭ সালে বগুড়ায় জন্মগ্রহণ করেন।[২]

শিক্ষা ও কর্মজীবনসম্পাদনা

তিনি ১৯৬৫ সালে বগুড়া থেকে এসএসসি পাস করেন। এরপর ভর্তি হন ঢাকা আর্ট কলেজে। ১৯৭০ সালে তিনি ইন্সটিটিউট অব ফাইন আর্টস থেকে বি.এফ.এ. ডিগ্রি অর্জন করেন। ১৯৭৮ সালে তিনি ভারত এমএস বিশ্ববিদ্যালয় থেকে ফাইন আর্টসে পোস্ট ডিপ্লোমা করেন।[৩]

১৯৭৫ সালে তার প্রথম একক চিত্র প্রদর্শনী হয় রাজশাহীতে।

চিত্রকলায় অবদানসম্পাদনা

তিনি তার শিল্পকর্মে ফোক মোটিভ দিয়ে গ্রামবাংলার অনবদ্য জীবনকথা, সংস্কৃতি ও কৃষ্টি ফুটিয়ে তুলেছেন।[৪]

সম্মাননা ও স্বীকৃতিসম্পাদনা

  • ডিপ্লোমা ইউক্রাস্টনিকটিকা, পোল্যান্ড [৩]
  • তৃতীয় পুরস্কার, আন্তর্জাতিক নোমা কনকর্স (এসিসিইউ), জাপান।
  • চিত্র প্রদর্শনীর জন্য শ্রেষ্ঠ পুরস্কার, গুজরাত ললিতকলা একাডেমি, ভারত (১৯৭৭ সাল। [২]
  • সম্মানসূচক উল্লেখ পুরস্কার, ১৩ তম জাতীয় শিল্প প্রদর্শনী,বাংলাদেশ।
  • স্বর্ণপদক, ঢাকা আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী। [২]
  • শিল্পী এসএম সুলতান পদক (২০০৮ সাল)। [২]
  • বিচারক, ২৩তম জাতীয় চারুকলা প্রদর্শনী, ২০১৯ [৫][৬]
  • তিনি অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিয়েছেন।

প্রকাশিত গ্রন্থাবলিসম্পাদনা

  • রেখাচিত্রে ১৯৭১

তথ্যসূত্রসম্পাদনা

  1. Takir Hossain (অক্টোবর ৮, ২০০৮)। "Ancient ballads on canvas"The Daily Star। সংগ্রহের তারিখ অক্টোবর ১৪, ২০১৫ 
  2. "Our Talents"The Daily Star। জানুয়ারি ৭, ২০০৫। সংগ্রহের তারিখ আগস্ট ১, ২০২০ 
  3. "বরেণ্য: আব্দুস শাকুর শাহ"দৈনিক যুগান্তর। মার্চ ২৪, ২০২০। সংগ্রহের তারিখ মার্চ ১৩, ২০২১ 
  4. "আবদুস শাকুর শাহর একক প্রদর্শনী"দৈনিক প্রথম আলো। মে ৩, ২০১৬। সংগ্রহের তারিখ মার্চ ১৩, ২০২১ 
  5. ২৩তম জাতীয় চারুকলা প্রদর্শনী, জুলাই ৪, ২০১৯, সংগ্রহের তারিখ মার্চ ১৩, ২০২১ 
  6. "কাল শুরু হচ্ছে জাতীয় চারুকলা প্রদর্শনী"দৈনিক প্রথম আলো। নভেম্বর ১৬, ২০১৯। সংগ্রহের তারিখ জুন ২৩, ২০২১