আব্দুল মান্নান খান

বাংলাদেশী রাজনীতিবিদ

আব্দুল মান্নান খান একজন বাংলাদেশি আইনজীবী ও সাবেক প্রতিমন্ত্রী। তিনি ঢাকা-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০০৮-এর নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০২২ সাল পর্যন্ত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য (সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি) হিসেবে দায়িত্ব পালন করেছেন[১]। এরপূর্বে তিনি দলটির দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন।

আব্দুল মান্নান খান
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
কাজের মেয়াদ
২৪ জানুয়ারি ২০০৯ – ২১ নভেম্বর ২০১৩
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
ঢাকা-১ আসন আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
২৯ ডিসেম্বর ২০০৮ – ৫ জানুয়ারি ২০১৪
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1952-06-30) ৩০ জুন ১৯৫২ (বয়স ৭১)
দোহার ঢাকা
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
পেশারাজনীতিবিদ ও আইনজীবী

প্রারম্ভিক জীবন সম্পাদনা

আব্দুল মান্নান ১৯৫২ সালের ৩০ জুন ঢাকা জেলার দোহার উপজেলার কাটাখালি গ্রামে জন্মগ্রহণ করেন।[২]

রাজনৈতিক জীবন সম্পাদনা

আব্দুল মান্নান ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মত আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।[৩][৪] এ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করার পর তিনি ২৪ জানুয়ারি ২০০৯ তারিখে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান এবং ২১ নভেম্বর ২০১৩ তারিখ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।[৫] ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে তিনি জাতীয় পার্টির প্রার্থী সালমা ইসলামের কাছে পরাজিত হন।[৩]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

আব্দুল মান্নান খান ব্যক্তিগত জীবনে সৈয়দা হাসিনা সুলতানার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১৪ সালে দুর্নীতি দমন কমিশন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এই দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করে।[৬][৭][৮]

তথ্যসূত্র সম্পাদনা

  1. প্রতিবেদক, নিজস্ব। "আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী থেকে নাহিদ-রমেশ-মান্নান বাদ"bdnews24। ২০২৩-০১-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০৬ 
  2. "সংসদীয় আসন ১৭৪"www.parliament.gov.bd। ২০১৮-০৯-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৮ 
  3. "আব্দুল মান্নান খানের পরাজয় নানা কারণে"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৮ 
  4. "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২০১৬-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২৮ 
  5. "সাবেক মন্ত্রীদের নামের তালিকা"গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৮ 
  6. "মান্নান খানের জামিন বাতিলে দুদকের আবেদন"সমকাল। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৮ 
  7. "মান্নান খানের স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা"যুগান্তর। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৮ 
  8. "অনুপস্থিত মান্নান খানের পক্ষে দুদকের সাফাই"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৮