আব্দুল আউয়াল খান
আব্দুল আউয়াল খান (জন্ম: ১৯৪৮) একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং ঢাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এর উপাচার্য।[১]
অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান | |
---|---|
উপাচার্য | |
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২০১৯ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৪৮ (বয়স ৭৬–৭৭) সাতুরিয়া, রাজাপুর, ঝালকাঠি, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | অধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
জন্ম
সম্পাদনাতিনি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম রুস্তুম আলী এবং মায়ের নাম ছাহেরা খাতুন।[২]
শিক্ষাজীবন
সম্পাদনাআব্দুল আউয়াল খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে ১৯৬৮ সালে স্নাতক এবং ১৯৬৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৭ সালে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[৩]
কর্মজীবন
সম্পাদনাআব্দুল আউয়াল খান ১৯৭৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। এরই ধারাবাহিকতায় তিনি বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক পদে উন্নীত হন এবং ১৯৯৭ সালে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের অধ্যাপক ও ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার অভিজ্ঞতা রয়েছে তার।
আব্দুল আউয়াল খান ২০১৯ সালে ঢাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে যোগদান করেন।[৩]
প্রকাশনা
সম্পাদনাদেশীয় ও আন্তর্জাতিক জার্নালে তার অর্ধশতাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ড. আব্দুল আউয়াল খান ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উপাচার্য"। দেশ রূপান্তর। ২৫ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২২।
- ↑ "স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক আউয়াল খান"। বণিক বার্তা। ২৫ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২২।
- ↑ ক খ "ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ভিসি হলেন অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান"। দৈনিক শিক্ষা। ২৪ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২২।
- ↑ "ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির নয়া ভিসি ড. আবদুল আউয়াল খান"। প্রতিদিনের সংবাদ। ১৪ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২২।