আবুল হাসান আল উকলিদিসি

আরব গণিতবিদ

আবুল হাসান আল উকলিদিসি ছিলেন একজন আরব গণিতবিদ। তিনি দামেস্ক[]বাগদাদে কর্মরত ছিলেন।[] তার নামের পদবি তার ইউক্লিডের অনুসারী হওয়া নির্দেশ করে। আরবি সংখ্যাপদ্ধতির অবস্থানগত চিহ্ন নিয়ে তার বই কিতাবুল ফুসুল ফি আল হিসাব আল হিন্দি (The Arithemetics of Al-Uqlidisi) ৯৫২ সালের কাছাকাছি সময়ে রচিত হয়।[] এটি এ বিষয়ে টিকে থাকা সর্বপ্রাচীন বই। দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনার জন্য এটি বিখ্যাত। সেসাথে এতে অপসারণ ছাড়া হিসাবের পদ্ধতির উল্লেখ রয়েছে।

পারসিয়ান গণিতবিদ জামশেদ আল কাশি ১৫ শতকে দশমিক ভগ্নাংশের আবিষ্কারক দাবি করলেও জে. লেনারট বার্গরেন উল্লেখ করেন যে এটি তার ভুল ছিল কারণ তার পাঁচশত বছর পূর্বে আল উকলিদিসি ১০ শতকে তা প্রথম ব্যবহার করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ও'কনর, জন জে.; রবার্টসন, এডমুন্ড এফ., "Abu'l Hasan Ahmad ibn Ibrahim Al-Uqlidisi", ম্যাকটিউটর গণিতের ইতিহাস আর্কাইভ, সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয় 
  2. Berggren, J. Lennart (২০০৭)। "Mathematics in Medieval Islam"। The Mathematics of Egypt, Mesopotamia, China, India, and Islam: A Sourcebook। Princeton University Press। পৃষ্ঠা 518আইএসবিএন 978-0-691-11485-9 
  3. The Arithemetics of Al-Uqlisidi, The story of Hindu-Arabic Arithematic, translated and annotated by A.S.Saidan, D.Reidel Publishing Company,Boston, 1978