আবুল খায়ের (বিধায়ক)

রাজনীতিবিদ

আবুল খায়ের ছিলেন ব্রিটিশ বার্মার পুলিশ অফিসার যিনি পরে বার্মার ইউনিয়নের পার্লামেন্টে নির্বাচিত হয়েছিলেন।

আবুল খায়ের বিধায়ক
Member of the Union Parliament from Maungdaw South
কাজের মেয়াদ
১৯৫৬ – ১৯৬২
President of the Maungdaw Township Council
কাজের মেয়াদ
১৯৫৫ – ১৯৫৬
ব্যক্তিগত বিবরণ
রাজনৈতিক দলAnti-Fascist People's Freedom League

প্রাথমিক জীবন সম্পাদনা

খায়েরের জন্ম বার্মার আরাকান বিভাগের (বর্তমানে রাখাইন রাজ্য, মিয়ানমার ) আকায়ব জেলার মংডু শহরে। তিনি ইম্পেরিয়াল পুলিশ ফোর্স (একবার ইন্ডিয়ান ইম্পেরিয়াল পুলিশের অংশ), বুথিডং এ দায়িত্ব পাল করেন।

রাজনৈতিক পেশা সম্পাদনা

খায়ের ১৯৫৫ সালে মংডুর জনপদ কাউন্সিলের সভাপতি নির্বাচিত হন। বার্মার প্রতিষ্ঠাতা রাজনৈতিক দল অ্যান্টি-ফ্যাসিস্ট পিপলস ফ্রিডম লীগ তাকে মনোনীত করেছিলেন। ১৯৫6 সালের বার্মিজ সাধারণ নির্বাচনের সময় তিনি মংডু দক্ষিণ থেকে ইউনিয়ন সংসদে নির্বাচিত হন। [১] তিনি রোহিঙ্গা প্রার্থীদের মধ্যে সর্বাধিক ভোট ভাগ পেয়েছেন। খায়ের আরাকান বিভাগ জুড়ে স্কুল ও পরীক্ষা কেন্দ্র স্থাপনে কাজ করেছিলেন।

খায়র আরাকানের রাজ্য সম্পর্কে আলোচনায় জড়িত ছিলেন। [২]

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Archived copy" (পিডিএফ)। ২০১২-১০-১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-০৫ 
  2. "The Remarks of Mr Abul Bashor and Mr. Abul Khair on Arakan's Statehood"। ৪ সেপ্টেম্বর ২০১৬। ৭ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা।