আবির্ভাব (১৯৬৮-এর চলচ্চিত্র)

সুভাষ দত্ত পরিচালিত ১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতাপূর্ব বাংলা ভাষার চলচ্চিত্র
(আবির্ভাব থেকে পুনর্নির্দেশিত)

আবির্ভাব ১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতাপূর্ব একটি পূর্ববংগীয় বাংলা ভাষার চলচ্চিত্র[১]জহুরুল হক ও প্রশান্ত নিয়োগির লেখা কাহিনী নিয়ে ছবিটি পরিচালনা করেছেন সুভাষ দত্ত এবং তিনি এই ছবিতে একটি চরিত্রে অভিনয়ও করেছেন। ছবির প্রধান প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন রাজ্জাক, কবরী সারোয়ার, আজীম, শর্মিলী আহমেদ, আনোয়ার হোসেন, সুভাষ দত্ত ও নারায়ন চক্রবর্তী। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাষ্টার ছোটু, মাসুম, অরুন কুমার, আফজাল, মেহেদী, আহাদ আলী, ফরিদ আহমেদ, তারু, মজিদ সহ আরও অনেকে।

আবির্ভাব
ডিভিডি কভার
পরিচালকসুভাষ দত্ত
প্রযোজকসুভাষ দত্ত
পি কে দাস
(শতাব্দী ফিল্মস্)
রচয়িতাজহুরুল হক
প্রশান্ত নিয়োগি
শ্রেষ্ঠাংশেরাজ্জাক
কবরী সারোয়ার
আজীম
শর্মিলী আহমেদ
আনোয়ার হোসেন
সুভাষ দত্ত
নারায়ন চক্রবর্তী
মাষ্টার ছোটু
মাসুম
অরুন কুমার
আফজাল
মেহেদী
আহাদ আলী
সুরকারসত্য সাহা
চিত্রগ্রাহকআব্দুস সামাদ
সম্পাদকনূরন নবী
পরিবেশকছায়াবাণী সংস্হা
মুক্তি১৯৬৮
স্থিতিকাল১১৭ মিনিট
দেশপূর্ববাংলা
ভাষাবাংলা

শ্রেষ্ঠাংশে সম্পাদনা

সঙ্গীত সম্পাদনা

আবির্ভাব ছবির সঙ্গীত পরিচালনা করেন বাংলাদেশের বিখ্যাত সঙ্গীত পরিচালক সত্য সাহা

তথ্যসূত্র সম্পাদনা

  1. পাকিস্তানি বাংলা ভাষার চলচ্চিত্র 'আবির্ভাব' (১৯৬৮) তথ্যসুত্রঃ IMDb, তথ্য সংগ্রহ, ২৭শে জানুয়ারি ২০১১

বহিঃসংযোগ সম্পাদনা