আবদুস সালাম হানাফি

আফগানিস্তানের তালিবান সরকারের ভারপ্রাপ্ত উপপ্রধানমন্ত্রী (২০২১-)
(আবদুল সালাম হানাফি থেকে পুনর্নির্দেশিত)

মৌলভি আবদুস সালাম হানাফি (পশতু: مولوی عبد الاسلام حنفی) একজন আফগান জ্যেষ্ঠ তালেবান নেতা, যিনি ২০২১ সাল থেকে আবদুল গনি বরাদরের সঙ্গে আফগানিস্তান ইসলামি আমিরাতের ভারপ্রাপ্ত দ্বিতীয় উপ-প্রধানমন্ত্রী এবং কাতার অফিসে সমঝোতার ভিত্তিতে দলের একজন কেন্দ্রীয় সদস্য।[১][২] পূর্বে তিনি তালিবান সরকারের শিক্ষা উপমন্ত্রী হিসেবেও কাজ করেছেন।[৩]

আবদুস সালাম হানাফি
আব্দুস সালাম হানাফি ২০১৯ সালে
আফগানিস্তান ইসলামি আমিরাতের দ্বিতীয় উপ-প্রধানমন্ত্রী
(ভারপ্রাপ্ত)
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৭ সেপ্টেম্বর ২০২১
সাথে ছিলেন আবদুল গনি বরাদর
আবদুল কবির
প্রধানমন্ত্রীমোহাম্মদ হাসান আখুন্দ
নেতাহাইবাতুল্লাহ আখুনজাদা
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাআফগান
রাজনৈতিক দলতালেবান

বলা হয়ে থাকে আবদুল সালাম হানাফি জওজান প্রদেশের উজবেক সম্প্রদায়ের অন্তর্গত। আবদুল সালাম হানাফি করাচির অন্তর্গত বিভিন্ন ধর্মীয় শিক্ষালয়ে পড়াশোনা করেছেন। কিছু সময়ের জন্য তিনি কাবুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদানেও নিয়জিত ছিলেন। তিনি শুরু থেকেই তালেবান আন্দোলনের অংশ ছিলেন। যাইহোক, তিনি তালেবানদের মাঝে সাধারণত "আলিম এ দীন" নামে পরিচিত।[৪]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা