আবদুল্লাহ আব্বাস নদভী
আবদুল্লাহ আব্বাস নদভী একজন ইসলামী পণ্ডিত ছিলেন। তিনি একাধিক ইসলামী বইয়ের লেখক ও ধর্মীয় বিষয়ে গবেষক ছিলেন।
জন্ম ও মৃত্যু
সম্পাদনা১৯২৫ সালের ২৫ ডিসেম্বর বিহারে জন্মগ্রহণ করেছিলেন। ১ জানুয়ারি ২০০৬ সালে মৃত্যুবরণ করেন। [১]
কর্মজীবন
সম্পাদনাতিনি পবিত্র কোরআনের শব্দভাণ্ডারের রচয়িতা (১৯৮৩, আইএসবিএন 1-56316-115-এক্স )। এন্ট্রিগুলি 3-অক্ষরের শিকড় দ্বারা অনুসন্ধানযোগ্য কোরআন থেকে উদাহরণ সহ সরবরাহ করা হয়। [২]
তিনি পবিত্র কুরআনের ভাষা শিখুন (১৯৮৭, আইএসবিএন ১-৫৬৩১৬-০০৯-৯ ) এর লেখক। তিনি নাদওয়াতুল উলামার বিশিষ্ট শিক্ষক ছিলেন। তিনি মক্কার জামেয়া উম্মুল কূড়া বিশ্ববিদ্যালয়েও বেশ কয়েক বছর শিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "AIMMM Mourns the Death of Islamic Educationist and Author Dr. Abdullah Abbas Nadwi"। All India Muslim Majlis-E-Mushawarat। ১৪ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১০।
- ↑ "Vocabulary of the Holy Qur'an, The"। IQRA Book Center। ২৬ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১০।
বহিঃসংযোগ
সম্পাদনা- ডাঃ আবদুল্লাহ আব্বাস নাদ্বী ও তাঁর রচনা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ জুন ২০১৩ তারিখে