আব্দুর রহিম (দ্ব্যর্থতা নিরসন)
(আবদুর রহিম থেকে পুনর্নির্দেশিত)
আব্দুর রহিম বলতে যাদেরকে বোঝানো হতে পারে;
- আব্দুর রহিম (জেনারেল) - সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। জাতীয় নিরাপত্তা গোয়েন্দার(এনএসআই) প্রাক্তন মহাপরিচালক।
- আব্দুর রহিম (সংসদ সদস্য) - (জন্ম: ১৯৩৩ - মৃত্যু: ১৯ মার্চ, ১৯৯০) ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক এমপি,এডভোকেট এবং এম.এন.এ বাংলাদেশ।
- আব্দুর রহিম (রাজনীতিবিদ) -বাংলাদেশের রাজনীতিবিদ যিনি ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ছিলেন।
- আবদুর রহিম (পণ্ডিত) - মাওলানা আবদুর রহিম (২ মার্চ ১৯১৮ – ১ অক্টোবর ১৯৮৭) ছিলেন একজন বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও খ্যাতনামা রাজনীতিবিদ।
- আবদুর রহিম (বিচারক) - ছিলেন ব্রিটিশ ভারতের একজন বিচারক, রাজনীতিবিদ এবং নিখিল ভারত মুসলিম লীগের অন্যতম প্রধান সদস্য।
- আবদুর রহিম (বীর বিক্রম) - (জন্ম: অজানা - মৃত্যু: ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা।
আরও দেখুন
সম্পাদনা- এম আব্দুর রহিম - বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ছিলেন। তিনি ১৯৭০ সালে দিনাজপুর সদর ও চিরিরবন্দর (আংশিক) থেকে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন।
- আবদুর রহিম আলহাজ মুহাম্মদ - আরব বিদ্রোহের একজন খ্যাতনামা ফিলিস্তিনি আরব কমান্ডার।
- আবদুর রহিম আজমল - ভারতীয় রাজনীতিবিদ, যিনি নিখিল ভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চার রাজনীতির সাথে যুক্ত।