আবদুর রহমান (রূপসজ্জাকার)
আবদুর রহমান (২২ জুলাই ১৯৪৬ - ২২ নভেম্বর ২০২২) ছিলেন একজন বাংলাদেশি রূপসজ্জাশিল্পী। তিনি দুবার শ্রেষ্ঠ রূপসজ্জা শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি তিন শতাধিক চলচ্চিত্রে কাজ করেছিলেন।[১]
আবদুর রহমান | |
---|---|
জন্ম | ২২ জুলাই ১৯৪৬ |
মৃত্যু | ২২ নভেম্বর ২০২২ ঢাকা, বাংলাদেশ | (বয়স ৭৬)
পেশা | রূপসজ্জাশিল্পী |
পুরস্কার | শ্রেষ্ঠ রূপসজ্জা শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০১০ ও ২০১৪) |
জীবনী সম্পাদনা
আবদুর রহমান ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন।[২] ভারত বিভাজনের পর তার পরিবার পূর্ববঙ্গে চলে আসে।
তিনি ১৯৬২ সালে মঞ্চনাটকের অভিনয়শিল্পীদের রূপসজ্জাকার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে টিভিতে চুক্তিভিত্তিক কাজ করতেন। স্বাধীনতার পর চলচ্চিত্রেও রূপসজ্জার কাজ শুরু করেন।[৩]
মিন্টু আমার নাম চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে আবদুর রহমানের।[১] তিনি ২০১০ সালে মনের মানুষ চলচ্চিত্রে রূপসজ্জা শিল্পী হিসেবে কাজ করার জন্য শ্রেষ্ঠ রূপসজ্জা শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[৪] এরপর, ২০১৪ সালে তিনি নেকাব্বরের মহাপ্রয়াণ চলচ্চিত্রে কাজ করার জন্য শ্রেষ্ঠ রূপসজ্জা শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[৫]
আবদুর রহমান ২০১৬ সালে স্ট্রোক করেন।[৬] পরবর্তীতে, তিনি কর্মক্ষমতা হারান। ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫,০০,০০০ টাকা চিকিৎসার জন্য অনুদান হিসেবে প্রদান করেন।[৭][৮][৯] ২০২২ সালের ২২ নভেম্বর আবদুর রহমান মৃত্যুবরণ করেন।[৩]
নির্বাচিত চলচ্চিত্র তালিকা সম্পাদনা
- মিন্টু আমার নাম[১]
- ঘুড্ডি
- মাটির ময়না
- মেঘলা আকাশ
- নাগবউ
- মনের মানুষ[২]
- নেকাব্বরের মহাপ্রয়াণ[৬]
- ভুবন মাঝি[১]
পুরস্কার ও মনোনয়ন সম্পাদনা
বছর | পুরস্কার | বিভাগ | কর্ম | ফলাফল |
---|---|---|---|---|
২০১০ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ রূপসজ্জা শিল্পী | মনের মানুষ | বিজয়ী |
২০১৪ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ রূপসজ্জা শিল্পী | নেকাব্বরের মহাপ্রয়াণ | বিজয়ী |
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ ক খ গ ঘ "শেষ জীবনে একা"। কালের কণ্ঠ। ২০ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২০।
- ↑ ক খ "আবদুর রহমান ভালো নেই"। প্রথম আলো। ১০ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "চলেই গেলেন রূপসজ্জাশিল্পী আবদুর রহমান"। দৈনিক প্রথম আলো। ২২ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২৩।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)" (PDF)। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৯।
- ↑ "এবছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা"। চ্যানেল আই। ১১ মে ২০১৬। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২০।
- ↑ ক খ "গৃহবন্দি জীবনযাপন করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মেকআপম্যান!"। আমাদের সময়। ১৫ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "চার শিল্পীকে প্রধানমন্ত্রীর অনুদান"। আরটিভি। ১৫ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২০।
- ↑ "চার শিল্পীকে ২০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী"। চ্যানেল আই। ১৫ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২০।
- ↑ "চার শিল্পীর পাশে প্রধানমন্ত্রী"। বাংলাদেশ প্রতিদিন। ১৬ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২০।
বহিঃসংযোগ সম্পাদনা
- ইন্টারনেট মুভি ডেটাবেজে আবদুর রহমান (ইংরেজি)