আফরিন আফরিন (অর্থ: পরম সৃষ্টিকর্তার প্রশংসা! পরম সৃষ্টিকর্তার প্রশংসা!) জাভেদ আখতারের লেখা একটি গজল গান এবং নুসরাত ফাতেহ আলী খান গানটিতে সুরারোপ করেন।

"আফরিন আফরিন"
সঙ্গম অ্যালবাম থেকে
নুসরাত ফাতেহ আলী খান কর্তৃক সঙ্গীত
ভাষাউর্দু:
آفرین آفرین
‎‎
ধারাগজল
দৈর্ঘ্য১০:০০
সুরকারনুসরাত ফাতেহ আলী খান
গীতিকারজাভেদ আখতার

ইতিহাস

সম্পাদনা

১৯৯০ এর দশকে ইন্ডিপপ এবং ফিউশন মিউজিকের জনপ্রিয়তার সময় নন-ফিল্ম মিউজিক ভিডিও হিসেবে আফরিন আফরিন গানটি মুক্তি পায়।

২০১৬ সালের সংস্করণ

সম্পাদনা
"আফরিন আফরিন"
কোক স্টুডিও অ্যালবাম থেকে
রাহাত ফাতেহ আলী খান এবং মমিনা মুস্তেহশান কর্তৃক একক
মুক্তিপ্রাপ্ত১৯ আগস্ট ২০১৬ (2016-08-19)
ধারাপপ
দৈর্ঘ্য০৬:৪৫ (ভিডিও)
০৬:৪০ (অডিও)
লেবেলকোক স্টুডিও (পাকিস্তান)
সুরকারনুসরাত ফাতেহ আলী খান (মূল)
ফখির মেহমুদ (পরিচালক)
গীতিকারজাভেদ আখতার (মূল)
এফ কে খালিশ (অতিরক্তি)
প্রযোজককোকা-কোলা এবং স্ট্রিংস
বহিঃস্থ মিডিয়া
অডিও
  সাউন্ডক্লাউডে "আফরিন আফরিন"(ইংরেজি)
ভিডিও
  ইউটিউবে "আফরিন আফরিন"

কোক স্টুডিওর সিজন নাইনের দ্বিতীয় এপিসোডে রাহাত ফাতেহ আলী খানের সঙ্গে ‘আফরিন আফরিন’ গানটির নতুন সংস্করণে কণ্ঠ দেন মমিনা মুস্তেহশান। গানটি নতুন সংস্করণে সুরারোপ করেন ফখির মেহমুদ।

নভেম্বরে, ইউটিউবে গানটি দ্রুততম পাকিস্তানি ভিডিও হিসেবে ২১৫ মিলিয়ন ভিউ অর্জন করে এবং আতিফ আসলামে গাওয়া তাজেদারে হেরাম গানটি পিছনে ফেলে আফরিন আফরিন গানটি ইউটিউবে পাকিস্তানে সর্বাধিকবার দেখা ভিডিওর মর্যাদা পায়।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Ramsha Soofi (৭ নভেম্বর ২০১৭)। "Coke Studio's Afreen Afreen crosses 100 million views on Youtube"Daily Pakistan। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]