আফগান জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়

মার্শাল ফাহিম জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় বা আফগান জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় হল আফগানিস্তানের কাবুলে অবস্থিত একটি সামরিক একাডেমি।[] এটি আনুষ্ঠানিকভাবে আফগান সশস্ত্র বাহিনীর জন্য পূর্বে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করেছিল। বিশ্ববিদ্যালয়টি কাবুলের পশ্চিমে কারগা এলাকায় ১০৫ একর জমির ওপর অবস্থিত। আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের পর বর্তমান তালেবান সরকারের আওতায় বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হচ্ছে।

মার্শাল ফাহিম জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়
آکادمی نظامی ملی افغانستان
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অঙ্গন
অন্যান্য নাম
আফগান জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়
ধরনপাবলিক বিশ্ববিদ্যালয়
স্থাপিত১ এপ্রিল, ২০১৩[]
অধ্যক্ষজেনারেল শের মোহাম্মাদ জাজাই
অবস্থান,
শিক্ষাঙ্গনশহর
ওয়েবসাইটwww.nmaa.edu.af
মানচিত্র

বিশ্ববিদ্যালয়টির তিনটি স্বতন্ত্র অংশ রয়েছে:

  • আফগানিস্তানের ন্যাশনাল মিলিটারি একাডেমি (NMAA),
  • আফগান ন্যাশনাল আর্মি অফিসার একাডেমি (ANAOA)
  • নন-কমিশনড অফিসার (NCO) একাডেমি। এতে সার্জেন্ট মেজর একাডেমি অন্তর্ভুক্ত থাকবে। এতে ANA বিদেশী ভাষা ইনস্টিটিউটও রয়েছে।

ভৌগোলিক অবস্থান

সম্পাদনা

কারগার ঐতিহাসিক ও কৌশলগত গুরুত্বের মূল চাবিকাঠি হল এর ভৌগোলিক অবস্থান। জায়গাটি কাবুলের পশ্চিম প্রান্তে অবস্থিত একটি নিম্ন মালভূমি, যা উত্তর ও পশ্চিমে অর্ধচন্দ্রাকার আকৃতির পাহাড় দ্বারা পরিবেষ্টিত। দক্ষিণ-পশ্চিমে ওয়ারদাক, গজনিকান্দাহারের দিকে যাওয়ার পাহাড়ে কেটে তৈরি করা গিরিপথটি একটি গভীর V আকৃতি তৈরি করেছে। এর পশ্চিমে পাঘমান পর্বত, পাঘমান মালভূমি ও হাজারা ঘাটে যাওয়ার রাস্তা রয়েছে এবং উত্তরে পর্বত ছাড়িয়ে কাবুল উপত্যকা বাগরাম, চারিকর, পারওয়ানের গিরিপথপাঞ্জশির উপত্যকা পর্যন্ত বিস্তৃত।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Milestones in Relations - Mar 2011 – Dec 2014 - Transition To Afghan Lead For Security - 1 April 2013"। NATO। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৪, ২০২১ 
  2. "American General Killed in Afghanistan in Insider Attack Is First Since 1970"। Foreign Policy। আগস্ট ৫, ২০১৪। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১১