আফগানিস্তান প্রিমিয়ার লিগ
ক্রিকেট লীগ
(আফগানিস্তান প্রিমিয়ার লীগ থেকে পুনর্নির্দেশিত)
আফগানিস্তান প্রিমিয়ার লিগ বা এপিএল (Apl) হল আফগানিস্তানের একটি পেশাদার টুয়েন্টি ২০ ক্রিকেট লিগ প্রতিযোগিতা। লিগটি গুলবাহার আফগানিস্তান প্রিমিয়ার লিগ নামেও পরিচিত। বাৎসরিক অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় আফগানিস্তানের বিভিন্ন শহরের ৫টি ফ্রাঞ্চাইজি দল অংশগ্রহণ করে। লিগ প্রতিযোগিতাটি আফগানিস্তান ক্রিকেট বোর্ড কর্তৃক সংযুক্ত আরব আমিরাতে পরিচালিত হয়।[১] লিগটির প্রথম সংস্করণ ২০১৮ সালের ৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। [২] ২০১৮ সালের আগস্ট মাসে আইসিসি এই টুর্নামেন্টের অনুমোদন দেয়।[৩]
আফগানিস্তান প্রিমিয়ার লিগ | |
---|---|
দেশ | আফগানিস্তান |
ব্যবস্থাপক | আফগানিস্তান ক্রিকেট বোর্ড |
খেলার ধরন | টুয়েন্টি২০ |
প্রথম টুর্নামেন্ট | ২০১৮ |
দলের সংখ্যা | ৫ |
যোগ্যতা | টুয়েন্টি২০ চ্যাম্পিয়ানস লিগ |
ওয়েবসাইট | www.aplt20.tv/ |
২০১৮ আফগানিস্তান প্রিমিয়ার লিগ |
দলসমূহ
সম্পাদনা
|
দল | শহর | অঞ্চল | অভিষেক | কোচ | অধিনায়ক | |
---|---|---|---|---|---|---|
বালখ লিজেন্ডস | মাজার-ই-শরিফ | উত্তর | ২০১৮ | সাইমন হেলমট | মোহাম্মাদ নবি | |
কাবুল জয়ানান | কাবুল | কেন্দ্র | ২০১৮ | হিথ স্ট্রিক | রশীদ খান | |
কান্দাহার নাইটস | কান্দাহার | দক্ষিণপশ্চিম | ২০১৮ | কবির আলি | আসগর আফগান | |
নঙ্গরহার লিওপার্ডস | জালালাবাদ | পূর্ব | ২০১৮ | ভেঙ্কটেশ প্রসাদ | বেন কাটিং | |
পাকতিয়া প্যান্থারস | খোস্ত, লোয়া পাকতিয়া | দক্ষিণপূর্ব | ২০১৮ | কবির খান | মোহাম্মাদ শেহজাদ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Afghanistan Premier League slated for October 2018"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৮।
- ↑ "DSport to live broadcast APL 2018 in India"। Afghanistan Cricket Board। ৫ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৮।
- ↑ "ICC approves plans for Afghanistan Premier League"। International Cricket Council। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৮।