আফগানিস্তান প্রিমিয়ার লিগ
ক্রিকেট লীগ
আফগানিস্তান প্রিমিয়ার লিগ বা এপিএল (Apl) হল আফগানিস্তানের একটি পেশাদার টুয়েন্টি ২০ ক্রিকেট লিগ প্রতিযোগিতা। লিগটি গুলবাহার আফগানিস্তান প্রিমিয়ার লিগ নামেও পরিচিত। বাৎসরিক অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় আফগানিস্তানের বিভিন্ন শহরের ৫টি ফ্রাঞ্চাইজি দল অংশগ্রহণ করে। লিগ প্রতিযোগিতাটি আফগানিস্তান ক্রিকেট বোর্ড কর্তৃক সংযুক্ত আরব আমিরাতে পরিচালিত হয়।[১] লিগটির প্রথম সংস্করণ ২০১৮ সালের ৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। [২] ২০১৮ সালের আগস্ট মাসে আইসিসি এই টুর্নামেন্টের অনুমোদন দেয়।[৩]
আফগানিস্তান প্রিমিয়ার লিগ | |
---|---|
দেশ | আফগানিস্তান |
ব্যবস্থাপক | আফগানিস্তান ক্রিকেট বোর্ড |
খেলার ধরন | টুয়েন্টি২০ |
প্রথম টুর্নামেন্ট | ২০১৮ |
দলের সংখ্যা | ৫ |
যোগ্যতা | টুয়েন্টি২০ চ্যাম্পিয়ানস লিগ |
ওয়েবসাইট | www.aplt20.tv/ |
২০১৮ আফগানিস্তান প্রিমিয়ার লিগ |
দলসমূহ
সম্পাদনা
|
দল | শহর | অঞ্চল | অভিষেক | কোচ | অধিনায়ক | |
---|---|---|---|---|---|---|
বালখ লিজেন্ডস | মাজার-ই-শরিফ | উত্তর | ২০১৮ | সাইমন হেলমট | মোহাম্মাদ নবি | |
কাবুল জয়ানান | কাবুল | কেন্দ্র | ২০১৮ | হিথ স্ট্রিক | রশীদ খান | |
কান্দাহার নাইটস | কান্দাহার | দক্ষিণপশ্চিম | ২০১৮ | কবির আলি | আসগর আফগান | |
নঙ্গরহার লিওপার্ডস | জালালাবাদ | পূর্ব | ২০১৮ | ভেঙ্কটেশ প্রসাদ | বেন কাটিং | |
পাকতিয়া প্যান্থারস | খোস্ত, লোয়া পাকতিয়া | দক্ষিণপূর্ব | ২০১৮ | কবির খান | মোহাম্মাদ শেহজাদ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Afghanistan Premier League slated for October 2018"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৮।
- ↑ "DSport to live broadcast APL 2018 in India"। Afghanistan Cricket Board। ৫ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৮।
- ↑ "ICC approves plans for Afghanistan Premier League"। International Cricket Council। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৮।