আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়কদের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
অত্র নিবন্ধটি আফগানিস্তান দলের আনুষ্ঠানিক আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণকারী ক্রিকেট অধিনায়কদের তালিকা সম্পর্কীয়। এতে টেস্ট ক্রিকেট, একদিনের আন্তর্জাতিক, আইসিসি ট্রফি ও অনূর্ধ্ব-১৯ দলের খেলা অন্তর্ভুক্ত রয়েছে। অত্র তালিকাটি ২০১৪ সালের আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ চ্যাম্পিয়নশীপ পর্যন্ত সঠিক।
টেস্ট অধিনায়ক
সম্পাদনাটেস্ট ক্রিকেটে কমপক্ষে একটি খেলায় অধিনায়কের দায়িত্ব পালনকারী আফগান ক্রিকেটারের তালিকা এটি। ক্রিকেটারের পার্শ্বে রক্ষিত প্রতীকের সাহায্যে অধিনায়ক ও তাদের দলে কমপক্ষে একটি খেলায় অংশগ্রহণ করাকে বোঝানো হয়েছে।[১]
আফগান টেস্ট অধিনায়ক | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
ক্রমিক | নাম | সাল | প্রতিপক্ষ | স্থান | খেলা | জয় | পরাজয় | ড্র | |
১ | আসগর আফগান |
২০১৭ | ভারত | ভারত | ১ | ০ | ১ | ০ | |
মোট | ১ | ০ | ১ | ০ | |||||
সর্বমোট | ১ | ০ | ১ | ০ |
একদিনের আন্তর্জাতিক অধিনায়ক
সম্পাদনা১৯ এপ্রিল, ২০০৯ তারিখে আফগানিস্তান প্রথম ওডিআই খেলতে নামে।
আফগান ওডিআই অধিনায়ক | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
ক্রমিক নং | নাম | সাল | খেলা | জয় | টাই | পরাজয় | ফলাফল হয়নি | |
১ | নওরোজ মঙ্গল | ২০০৯–২০১২ | ২২ | ১২ | - | ১০ | ০ | |
২ | করিম সাদিক | ২০১২ | ১ | ০ | - | ১ | ০ | |
৩ | মোহাম্মাদ নবী | ২০১৩-২০১৫ | ২৮ | ১৩ | - | ১৫ | ০ | |
৪ | আসগর আফগান | ২০১৫–বর্তমান | ৪৩ | ২৫ | - | ১৬ | ২ | |
৫ | রশীদ খান | ২০১৮ | ৪ | ১ | - | ৩ | ০ | |
সর্বমোট | ৯২ | ৪৬ | ০ | ৪৪ | ২ |
টুয়েন্টি২০ আন্তর্জাতিক অধিনায়ক
সম্পাদনা১ ফেব্রুয়ারি, ২০১০ তারিখে আফগানিস্তান দল প্রথম টি২০আই খেলতে নামে।
আফগান টি২০আই অধিনায়ক | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
ক্রমিক | নাম | সাল | খেলা | জয় | টাই | পরাজয় | ফলাফল হয়নি | |
১ | নওরোজ মঙ্গল | ২০০৯–২০১২ | ১৩ | ৬ | - | ৭ | ০ | |
২ | মোহাম্মাদ নবী | ২০১৩-২০১৫ | ১২ | ৬ | - | ৬ | ০ | |
৩ | আসগর আফগান | ২০১৫–বর্তমান | ৩৮ | ২৯ | - | ৯ | ০ | |
সর্বমোট | ৬৩ | ৪১ | - | ২২ | - |
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব (আইসিসি ট্রফি)
সম্পাদনা২০০৯ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বের মাধ্যমে আফগানিস্তানের অভিষেক ঘটে।
আফগানিস্তানের আইসিসি ট্রফি (আইসিসি ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব) অধিনায়ক | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
ক্রমিক | নাম | সাল | খেলা | জয় | টাই | পরাজয় | ফলাফল হয়নি | |
১ | নওরোজ মঙ্গল | ২০০৯ | ১০ | ৬ | ০ | ৪ | ০ | |
সর্বমোট | ১০ | ৬ | - | ৪ | - |
তথ্যসূত্র
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- "Cricket Records | Records | Afghanistan Under-19s | Under-19s Youth One-Day Internationals | List of captains | ESPN Cricinfo"। stats.espncricinfo.com। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-১৪।
- "Cricket Records | Records | ICC Cricket World Cup Qualifier (ICC Trophy) | All matches | Most matches as captain | ESPN Cricinfo"। stats.espncricinfo.com। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-১৪।
- "Cricket Records | Records | Afghanistan | One-Day Internationals | List of captains | ESPN Cricinfo"। stats.espncricinfo.com। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-১৪।
- "Cricket Records | Records | Afghanistan | Twenty20 Internationals | List of captains | ESPN Cricinfo"। stats.espncricinfo.com। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-১৪।