আফগানিস্তানের রাষ্ট্রপতি

আফগানিস্তানের রাষ্ট্রপ্রধানের অফিস

আফগানিস্তান ইসলামি প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ছিল সাংবিধানিকভাবে আফগানিস্তান ইসলামি প্রজাতন্ত্র-এর রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান (২০০৪–২০২১) এবং আফগান সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক

ইসলামি প্রজাতন্ত্র আফগানিস্তানের রাষ্ট্রপতি
د افغانستان د اسلامي جمهوریت جمهور رئیس
رئيس جمهور جمهوری اسلامی افغانستان
দায়িত্ব
আমরুল্লাহ সালেহ
(কার্যনির্বাহী, অধিগ্রহণ)

১৭ আগস্ট ২০২১ থেকে
সম্বোধনরীতিমহামান্য (আনুষ্ঠানিক)
মান্যবর (কূটনৈতিক)
বাসভবনআর্গ, কাবুল, আফগানিস্তান (সাবেক)
সর্বপ্রথমমুহাম্মদ দাউদ খান (প্রজাতন্ত্র)
হামিদ কারজাই (ইসলামি প্রজাতন্ত্র)
গঠন১৭ জুলািই ১৯৭৩ (প্রজাতন্ত্র)
৭ ডিসেম্বর (ইসলামি প্রজাতন্ত্র)
ডেপুটিআফগানিস্তানের উপরাষ্ট্রপতি
বেতনপ্রতিমাসে ৯,৬০,০০০ আফগানি
ওয়েবসাইটhttps://president.gov.af/en

২০২১ সালের তালেবান আক্রমণের সময়, রাষ্ট্রপতি আশরাফ গনি ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তান থেকে তাজিকিস্তানে পালিয়ে আসেন এবং তালেবানের হাতে রাজধানী কাবুলের পতন ঘটে।[][] গনি পালানোর পর তালেবানরা আর্গ (রাষ্ট্রপতি ভবন) দখল করে।[] দুই দিন পরে, প্রথম উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ নিজেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ঘোষণা করেন।[][]

যোগ্যতা এবং নির্বাচন প্রক্রিয়া

সম্পাদনা

২০০৪ আফগানিস্তানের সংবিধানের ৬২ অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রপতি পদে একজন প্রার্থী:

  • আফগানিস্তানের নাগরিক, মুসলিম, পিতামাতার জন্ম আফগান হতে হবে;
  • অন্য দেশের নাগরিক হওয়া যাবে না;
  • প্রার্থিতা ঘোষণার সময় কমপক্ষে চল্লিশ বছর বয়সী হতে হবে;
  • মানবতার বিরুদ্ধে অপরাধ, অপরাধমূলক কাজ বা আদালত কর্তৃক নাগরিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার জন্য দোষী সাব্যস্ত হয়নি এমন ব্যাক্তি;
  • এর আগে রাষ্ট্রপতি হিসেবে একাধিক মেয়াদে দায়িত্ব পালন করেননি।

ক্ষমতা

সম্পাদনা

২০০৪ এর সংবিধান সামরিক ও আইনগত বিষয়ে রাষ্ট্রপতির বিস্তৃত ক্ষমতা প্রদান করে। একজন রাষ্ট্রপতি শুধুমাত্র দুইবার পাঁচ বছর মেয়াদী দায়িত্ব পালন করতে পারবেন। ২০০৪ সালে হামিদ কারজাই ছিলেন প্রথম পাঁচ বছর মেয়াদী রাষ্ট্রপতি।[] ২০১৪ সালে তার দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার পর আশরাফ গনি পরবর্তী আফগান রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন।[]

সর্বশেষ নির্বাচন

সম্পাদনা
প্রার্থীসহপ্রার্থীদলভোট%
আশরাফ গনিআমরুল্লাহ সালেহ,
সারোয়ার দানিশ
স্বতন্ত্র৯,২৩,৫৯২৫০.৬৪
আব্দুল্লাহ আব্দুল্লাহএনায়েতুল্লাহ বাবুর ফরহামন্দ,
আসাদুল্লাহ সাদতি
জাতীয় জোট৭,২০,৮৪১৩৯.৫২
গুলবুদ্দিন হেকমাতিয়ারহিজব-ই-ইসলামি গুলবুদ্দিন৭০,২৪১৩.৮৫
রহমতুল্লাহ নাবিলস্বতন্ত্র৩৩,৯১৯১.৮৬
ফারামার্জ তামান্নাস্বতন্ত্র১৮,০৬৩০.৯৯
নূরুল্লাহ জলিলিস্বতন্ত্র১৫,৫১৯০.৮৫
আব্দুল লতিফ পেদ্রামজাতীয় কংগ্রেস পার্টি১২,৬০৮০.৬৯
এনায়েতুল্লাহ হাফিজস্বতন্ত্র১১,৩৭৫০.৬২
মোহাম্মদ হাকিম তোর্সানস্বতন্ত্র৬,৫০০০.৩৬
আহমদ ওয়ালী মাসউদস্বতন্ত্র৩,৯৪২০.২২
মোহাম্মদ শাহাব হাকিমিস্বতন্ত্র৩,৩১৮০.১৮
গোলাম ফারুক নাজরবীস্বতন্ত্র১,৬০৮০.০৯
মোহাম্মদ হানিফ আতমারসত্য এবং ন্যায়বিচার১,৫৬৭০.০৯
নূর রহমান লেওয়ালস্বতন্ত্র৮৫৫০.০৫
মোট১৮,২৩,৯৪৮১০০
নিবন্ধিত ভোটার/ভোটদান৯৬,৬৫,৭৪৫১৮.৮৭
উৎস: IEC
 
আর্গ (রাষ্ট্রপতি ভবন)

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Taliban seize power in Afghanistan as President flees country - BBC News" 
  2. Allahoum, Ramy। "Taliban sweeps through Afghan capital as president flees"www.aljazeera.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১১ 
  3. "Afghan vice president says he is "caretaker" president"Reuters (ইংরেজি ভাষায়)। ২০২১-০৮-১৭। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১১ 
  4. Wadsam (২০১৩-০৬-০১)। "Afghanistan's lower house approves President Karzai's salary and expenses amount"Wadsam (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১১ 
  5. Gall, Carlotta (২০০৪-১১-০৪)। "Election of Karzai Is Declared Official"The New York Times (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১১ 
  6. "Ashraf Ghani sworn in as new Afghan president"BBC News (ইংরেজি ভাষায়)। ২০১৪-০৯-২৯। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১১