আন্দামান বনকপোত

পাখির প্রজাতি

আন্দামান বনকপোত (Columba palumboides) Columbidae পরিবারের পাখির একটি প্রজাতি। এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি স্থানীয় পাখি।

আন্দামান বনকপোত
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Chordata
শ্রেণী: Aves
বর্গ: Columbiformes
পরিবার: Columbidae
গণ: Columba
প্রজাতি: C. palumboides
দ্বিপদী নাম
Columba palumboides
(Hume, 1873)

লাল-হলুদ ঠোঁটযুক্ত এদের মাথা সাদা রঙের হয়। এদের দেহের বাকি অংশ কালো রঙের হয়।

বাসস্থান ধ্বংস হতে থাকায় এদের সংখ্যা ক্রমশ কমে আসছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Columba palumboides"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। ২০১২। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩